আপনজন ডেস্ক: বছরের পর বছর ধরে চলে আসছে ইরান ও ইসরায়েলের শত্রুতা। ইসরায়েলের ও পশ্চিমা বিশ্বের বিভিন্ন হামলা প্রতিরক্ষার জন্য পারমানবিক অস্ত্র তৈরি করছে ইরান। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইরান। ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি বলেছেন, খুব শিগগিরই ইসরায়েলের পতন হবে। আর তাদের মোকাবিলার একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ। তারা যদি ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ না করে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ অব্যাহত থাকবে। গতকাল সিরিয়ার রাজধানী দামেস্কে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের কয়েকজন নেতা, সামরিক শাখার কমান্ডার এবং বুদ্ধিজীবীর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন রাইসি। বৈঠকে ইরানি প্রেসিডেন্ট ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, পুরো মুসলিম বিশ্ব ইহুদিবাদী ইসরায়েলের পতন, পবিত্র আল-কুদসের মুক্তি এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইরানি প্রেসিডেন্ট আরো বলেন, ফিলিস্তিনের ভাগ্য নির্ধারিত হবে যুদ্ধের ময়দানে প্রতিরোধ যোদ্ধাদের হাতে, আলোচনার টেবিলে নয়। যে সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে তাতে আমরা বিশ্বাস করি ইসরায়েলের পতন অতি নিকটে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct