আপনজন ডেস্ক: চলতি বছরের প্রথম দিকে স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানো সুইডেনের উগ্র ডানপন্থী নেতা রামোস পালুদানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটির আদালত। মালমুর আদালত তার বিরুদ্ধে একাধিক অপরাধের দায়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।দেশের মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট করা ও ধর্মীয় বিদ্বেষের উসকানি দেওয়াসহ আরো কয়েকটি অভিযোগে রামোসের বিরুদ্ধে দুই মাস আগে মামলা হয়েছিল। ওই মামলার রায়ে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন। এদিকে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রামোস বলেন, তিনি দেশে ফিরলে সুইডেনের পুলিশ তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না। তাই সুইডেনে ফেরা তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তিনি ডেনমার্কে অবস্থান করে সে দেশের পুলিশের সহায়তায় ভার্চুয়ালি আদালতে শুনানি করতে চান। উল্লেখ্য, এ বছরের জানুয়ারিতে সুইডেন সরকারের অনুমতি নিয়ে এবং পুলিশ পাহারায় রাজধানী স্টকহোমে অবস্থিত তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর মতো ন্যক্কারজনক কাজ করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct