আপনজন ডেস্ক: ৩৩ বছর পর নাপোলি ইতালিয়ান সিরি ‘আ’র শিরোপা জিতল। অনন্য অসাধারণ এক মুহূর্ত সমর্থকদের জন্য। বিরলও বটে। ইতালির নেপলস শহরের এই ক্লাব সবশেষ লিগ শিরোপা জিতেছিল ১৯৯০ সালে। মাঝখানে একাধিক প্রজন্ম নাপোলিকে সমর্থন করে গেছে কোনো সাফল্য ছাড়াই। একাধিক প্রজন্ম এই ক্লাবকে কোনো দিন লিগ শিরোপা জিততে দেখেনি। সমর্থকদের মধ্যে অনেকেই আছেন ১৯৮৭ কিংবা ১৯৯০ সালে প্রিয় ক্লাবকে শিরোপা জিততে দেখার পর আরেকটি শিরোপার অপেক্ষায় থাকতে থাকতে দুনিয়া ছেড়েই চলে গেছেন। নাপোলির আরও একটি সিরি ‘আ’ শিরোপা তাই সমর্থকদের জন্য দারুণ আবেগের। গত রাতে উদিনেসের সঙ্গে ১-১ গোলে ড্র করে নাপোলির লিগ শিরোপা নিশ্চিত হওয়ার পরপরই কোচ লুসিয়ানো স্পালেত্তি কান্নায় ভেঙে পড়েন। সেই কান্নায় লুকিয়ে ছিল নাপোলি সমর্থকদের জন্য তাঁর অনুভূতি। তিনি ৩৩ বছর অপেক্ষার পর জেতা এই শিরোপা উৎসর্গ করেছেন নাপোলি সমর্থকদেরই। তিন দশকেরও বেশি সময়ের এই অপেক্ষা সত্যিকারের সমর্থকেরাই করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct