নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, আপনজন: মেদিনীপুর শহরের মধ্যস্থলে সবথেকে সম্ভ্রান্ত এলাকা বার্জটাউন, পোড়াবাংলা এলাকা। দশদিনের বেশি সময় ধরে তীব্র পানীয় জলসঙ্কট এলাকায়। সমাধান না হওয়াতে মেদিনীপুর শহরের এলআইসি মোড় সংলগ্ন এলাকায় প্রধান রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। পানীয় জলের বিভিন্ন পাত্র রাস্তার উপর রেখে অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এর জেরে গরমের সময় শহরে নাজেহাল অবস্থা বিভিন্ন যানবাহন ও পথচারীদের।স্থানীয় বাসিন্দ-সোমা রানা বলেন “ এই এলাকার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পানীয় জলসঙ্কটের বিষয়ে জানলেও কোনো রকম পদক্ষেপ নেন নি। বারবার জানানোর পরে তিনি জানিয়ে দেন- আমি কিছু করতে পারবো না। ছোট্ট একটি এলাকার কাউন্সিলর উনি। যদি সামাল দিতে না পারবেন তাহলে কাউন্সিলার হিসেবে দাঁড়িয়েছিলেন কেন?”স্থানীয় বাসিন্দা শুভজিৎ রায় বলেন-”সব থেকে বেশি ট্যাক্স দেয় মেদিনীপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের এই এলাকার বাসিন্দারা। অথচ পাম্প বিকল হয়ে পড়ে থাকলেও মেরামতির কোন উদ্যোগ নেই এই বাসিন্দাদের জন্য। কাউন্সিলর কে জানানোর পরেও কাউন্সিলর কোন পদক্ষেপ নেননি। তিনি নিজে এলাকাতেও যাননি। তাই যতক্ষণ না সূরাহা হচ্ছে এই অবরোধ চলবে”বেলা ১১ টা থেকে বারোটা পর্যন্ত দীর্ঘ এই অবরোধে গরমে জটিল পরিস্থিতি তৈরি হয়। তা সত্ত্বেও এলাকায় হাজির হননি কাউন্সিলর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct