আপনজন: দেরাদুনের একটি স্কুলের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান না শোনার জন্য ছাত্রদের কাছ থেকে ১০০টাকা জরিমানা আদায়ের অভিযোগ উঠেছে। শুক্রবার একজন কর্মকর্তা বলেছেন, স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে স্কুল ম্যানেজমেন্ট এই বিষয়ে আদেশ জারি করেছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর প্যারেন্টস অ্যান্ড স্টুডেন্টস রাইটস-এর জাতীয় সভাপতি আরিফ খান দেরাদুনের প্রধান শিক্ষা আধিকারিককে চিঠি দিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। শিক্ষা বিভাগ স্কুলকে নোটিশ জারি করে তিন দিনের মধ্যে জবাব চেয়েছে। আরিফ খান বলেন দেরাদুনের জিআরডি নিরঞ্জনপুর একাডেমি রবিবার মন কি বাত অনুষ্ঠানের জন্য স্কুলে পৌঁছায়নি এমন শিশুদের ১০০ টাকা জরিমানা বা মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়ার আদেশ জারি করেছে। অভিভাবকরা এই আদেশের স্ক্রিনশটও দেখিয়েছেন। এ প্রসঙ্গে প্রধান শিক্ষা আধিকারিক প্রদীপ কুমার বলেন, স্কুলে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। আর যদি তিনদিনের মধ্যে স্কুলের পক্ষ থেকে জবাব না আসে, তাহলে বোঝা যাবে স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে। এর পর নির্দিষ্ট বিভাগ সঠিক আইনানুগ ব্যবস্থা নেবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct