সেক আনোয়ার, মেদিনীপুর, আপনজন: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ি ধাক্কা মেরেছিল ইস্রাফিল খান নামে এক ব্যক্তিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পেশায় রাজমিস্ত্রি বছর তেত্রিশের ওই ব্যক্তির। ঘটনাস্থল নন্দকুমার থেকে কাঁথি যাওয়ার রাস্তার মধ্যবর্তী অঞ্চল চণ্ডীপুর। যেখান থেকে আবার নন্দীগ্রাম যাওয়ার রাস্তা। স্থানীয় ভৈরবপুর এলাকার বাসিন্দা ইসরাফিলের মা সায়রা বানুর জন্য অষুধ আনতে গিয়েছিলেন। অভিযোগ, রাত ন’টা পনেরো মিনিট নাগাদ ১১৬ বি জাতীয় সড়কের ওপর বিরোধী দলনেতার কনভয়ে থাকা একটি গাড়ি বেপরোয়া ভাবে এসে ধাক্কা মারে। আরও অভিযোগ, বিরোধী দলনেতা কনভয় না থামিয়ে। গাড়ির ধাক্কায় জখম ইস্রাফিল খানকে হাসপাতালে না নিয়ে এলাকা থেকে চলে যান। ঘটনা জানাজানি হতেই উত্তাল এলাকা। রাতেই রাস্তায় টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ। শুক্রবার সকাল হতেই নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ২৮ টি জায়গায় চলছে প্রতিবাদ। স্থানীয় তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গের দাবি, অবরোধ নয়। শুভেন্দু অধিকারী অমানবিকতা, দাম্ভিকতা ও মানুষের ওপর অত্যাচার নির্যাতনের মনোভাবের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ। দুর্ঘটনায় নিহত ইস্রাফিলের মা এবং স্ত্রীও এই দুর্ঘটনার জন্য সরাসরি দায়ি করেছেন শুভেন্দু অধিকারীকে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এই দুর্ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে টেনে এনেছেন আসানসোলের ঘটনা। শুভেন্দু অধিকারী বেপরোয়া ভাবে বারবার দ্রুত গতিতে গাড়ি চালিয়ে নিয়ে বিপদ তৈরি করছে।
এজন্য বিরোধী দলনেতাকে গ্রেফতারের দাবি তুলেছেন কুনাল ঘোষ। মৃত যুবকের বাবা সফিরুদ্দিন খান চণ্ডীপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা ঘাতক গাড়ির চালক আনন্দ কুমার পাণ্ডেকে গ্রেফতার করে আটক করা হয়েছে গাড়িটিও। শুক্রবার তাঁকে তমলুকের জেলা ও দায়রা আদালতে হাজির করা হয়। তমলুক জেলা হাসপাতালে মৃত ইসরাফিলের ময়নাতদন্ত হয়। তারপর তাঁর দেহ চণ্ডীপুর তৃণমূল কংগ্রেসর পার্টি অফিসে নিয়ে আসা হয়। ইসরাফিলের বৈভবপুরের বাড়িতে গিয়ে তাঁর শোক স্তব্ধ পরিবারকে সমবেদনা জানান মন্ত্রী অখিল গিরি, শুক্রবার সকালে চণ্ডীপুরে মৃতের বাড়ির সামনে থেকেই বিক্ষোভ মিছিলের আয়োজন করে তৃণমূল সেখানেই চণ্ডীপুরের জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। অভিযুক্তকে চরম শাস্তি দেওয়ার দাবিতে সরব হয়েছেন তৃণমূল অপর দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে তৃণমূল নেতৃত্ব ঘোষণা করেন মৃত ব্যক্তির পরিবারকে পাঁচ লক্ষ টাকা সাহায্য করবে তৃণমূল কংগ্রেসে। মিছিল শেষে শেখ ইসরাফিলের মরদেহে মাল্যদানও করেন তৃণমূল নেতৃত্ব, স্থানীয়দের ভিড় ছিল চোখেপড়ার মত, জানা যায় যে গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা সেই গাড়িটি ঝাড়খণ্ডের নম্বর প্লেটে লাগানো। পুলিশ সূত্রে জানা যাই শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা সমস্ত গাড়ির চালককে নোটিস পাঠানো হবে পূর্ব মেদিনীপুর ডিএসপি হেড কোয়ার্টার থেকে। এছাড়াও কনভয়ের সব নিরাপত্তা রক্ষীদেরও নোটিস পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কী ঘটেছিল, দুর্ঘটনার সময় গাড়ির গতিবেগ কত ছিল, সেসব নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে। এই হত্যাকাণ্ডের ঘটনায় শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে মিছিল করেন বিধায়ক উত্তম বারিক সোহম চট্টোপাধ্যায়, দোলা সেন, বীরবাহা হাঁসদা, দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, সোহম চক্রবর্তী, সায়ন্তিকা ব্যানার্জী সহ অনেকেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct