অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জেলাশাসকের কাছে ডেপুটেশন কর্মসূচিতে শামিল বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সংঘ। মূলত বকেয়া মহার্ঘ ভাতা সহ ৭ দফা দাবিতে এদিন জেলাশাসকের কাছে ডেপুটেশন দেন সংগঠনের শিক্ষক-শিক্ষিকারা। তাদের এই দাবি-দাওয়া পূরণ না হলে, আগামী দিনে তাঁরা আরো বৃহত্তর আন্দোলনের সামিল হবেন বলেই জানিয়েছেন। বৃহস্পতিবার ডেপুটেশন কর্মসূচির আগে একটি মিছিল বের করেন সংগঠনের শিক্ষক-শিক্ষিকারা। এরপর সেই মিছিলটি জেলা শাসকের দফতরের সামনে এসে জমায়েত হয়। সেখানেই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরবর্তীতে তাঁদের একটি প্রতিনিধি দল জেলা শাসকের কাছে লিখিত আকারে ডেপুটেশন দেন। অন্যদিকে, ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা শাসকের দফতর চত্বরে মোতায়েন ছিল পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার। জানা গিয়েছে, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাস্তবায়ন, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী সুনিশ্চিত করন এর মত প্রিয় ৭ দফা দাবিতে ডেপুলেশন দেন শিক্ষক-শিক্ষিকারা। এবিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সংঘের দক্ষিণ দিনাজপুর জেলা শাখা তরফে এক ব্যক্তি জানান, আমরা আমাদের দাবি-দাওয়া জেলা শাসকের মাধ্যমে দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে চাই। আমাদের সরকারি চাকুরীজীবীদের ৩৬ শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে। জাতীয় শিক্ষানীতি অতি দ্রুত প্রণয়ন করতে হবে। আইসিটি ইন্সট্রাক্টর ও ভোকেশনাল শিক্ষকদের কেন্দ্রীয় হারে সম্মানিত দিতে হবে। এই সমস্ত সাত দফা দাবিতেই আজ আমরা জেলা শাসকের নিকট ডেপুটেশন দিয়েছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct