আপনজন ডেস্ক: গরম আরো বাড়বে এবং বৈশ্বিক তাপমাত্রা নতুন রেকর্ড ছোঁবে। আসন্ন এল নিনোকে ঘিরে এমন আশঙ্কাই করছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডাব্লিউএমও)। জাতিসংঘের এই সংস্থা গতকাল বুধবার তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কার কথা জানায়। ডাব্লিউএমওর হিসাব অনুসারে, আগামী জুলাইয়ের শেষ নাগাদ এল নিনো সৃষ্টি হবে, এমন সম্ভাবনা ৬০ শতাংশ এবং আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ ওই আবহাওয়াচক্র সৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। এল নিনোর প্রভাবে কী ঘটে, তা এক বাক্যে তুলে ধরতে গিয়ে ডাব্লিউএমওর আঞ্চলিক আবহাওয়া পূর্বাভাস বিভাগের প্রধান উইলফ্রান মুফুমা ওকিয়া গতকাল জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘এতে বিশ্বব্যাপী আবহাওয়া ও জলবায়ুর ধরনে পরিবর্তন আসবে। ’আমাদের বাসগ্রহের প্রাকৃতিক প্রক্রিয়ার একটি অংশ এল নিনো। সাধারণত প্রতি দুই থেকে সাত বছর পর পর দেখা দেয় এল নিনো এবং এটির স্থায়িত্ব ৯ থেকে ১২ মাস। পর পর দুটি এল নিনোর প্রভাব কখনো একই রকম হয় না। এল নিনোর প্রভাব কেমন হবে তা আংশিকভাবে নির্ভর করে এর আগমনকাল অর্থাৎ বছরের কোন সময় এটির আগমন ঘটছে, তার ওপর। এল নিনোর প্রভাবে সাধারণত বিশ্বব্যাপী তাপমাত্রা বাড়ে, পৃথিবীর কোনো কোনো অংশে খরা দেখা দেয়, আবার অন্যান্য অংশে ভারি বৃষ্টিপাত ঘটে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct