নিজস্ব প্রতিনিধি, নববারাকপুর, আপনজন: পার্থ চট্টোপাধ্যায় এর প্রাক্তন আপ্তসহায়ক সুকান্ত আচার্যের নিউব্যারাকপুরের বাড়িতে ফের সিবিআই হানা দেয় বৃহস্পতিবার সকালে । এই নিয়ে তৃতীয়বার সিবিআই যায় সুকান্ত বাবুর বাড়িতে। এর আগে ২০২২ সালে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের পরপর এসেছিলো সিবিআই এই বাড়িতে। সেই সময় পরপর দুবার এসেছিলো সিবিআই। নিজাম প্যালেসে ইডি হেফাজতে একাধিকবার জেরা করা হয়েছিল এসএসসি উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য সুকান্ত আচার্য কে। এসএসসি নিয়োগ দুর্নীতি কান্ড আবারও সিবিআই আসে এই বাড়িতে দীর্ঘদিন পর। বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ সিবিআই এর পাঁচ প্রতিনিধি দল এবং কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছায়। পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত সহায়ক সুকান্ত আচার্যের বাড়িতে সিবিআই হানা। আয় ব্যয়ের হিসাব সম্পত্তির পরিমাণ সহ নিয়োগের সুপারিশ নিয়ে ম্যারাথন জেরা চলে বাড়িতে। জানা যায় এইদিন বাড়িতে ছিলেন না সুকান্ত আচার্য। সিবিআই প্রতিনিধিরা বাড়ির ভিতরে পরিবারের লোকজনের সাথে কথা বলে, প্রায় দু’ঘন্টা ধরে চলে এই জিজ্ঞাসাবাদ। সিবিআই জেরা চলাকালীন নিউব্যারাকপুরে সুকান্ত বাবুর বাড়ি থেলে তার বাবা বাইরে বের হন। সেই সময় বাবা জনার্দন আচার্য কে কিছু প্রশ্ন করা হলে মেজাজ হারিয়ে তিনি সংবাদমাধ্যমকে রীতিমতো ধাক্কা মারেন। এমনকি বুম কেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন। তিনি প্রথমে জানান সুকান্ত আচার্য দিল্লি তে আছে, পরে আবার বলেন সবাই বাড়িতে রয়েছে। সিবিআই এর জন্য রান্না করা হচ্ছে, যা রান্না হচ্ছে তা আপনাদের বলবো কেন?এই বলেই রেগে গিয়ে বুম কারাকারি করতে থাকেন। সংবাদমাধ্যমের বুমে ধাক্কা, এবং যথেষ্ট খারাপ ব্যবহার করেন জনার্দন বাবু। প্রায় ছয় ঘন্টা জেরার পর নিউব্যারাকপুরে দক্ষিণ মাসুন্দা জগদীশ বসু রোডে সুকান্ত আচার্যের বাড়ি থেকে বেড়িয়ে যান সিবিআই প্রতিনিধি দল দুপুর ২:৩৪ মিনিট । তারা এই দিন একজন সাক্ষী কে নিয়েই এসেছিলেন পার্থ চট্টোপাধ্যায় এর প্রাক্তন আপ্ত সহায়ক সুকান্ত আচার্য এর বাড়িতে। অবশেষে দীর্ঘক্ষণ তল্লাশি জিজ্ঞাসাবাদ শেষে সাক্ষীকে নিয়ে বেড়িয়ে যান। সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে রাজি হননি সিবিআই আধিকারিকরা। সংবাদ মাধ্যম পরিবারের সাথে কথা বলতে গেলে তারাও বলেন সংবাদমাধ্যমকে কিছু বলবে না, সুকান্ত আচার্য বাড়িতেই আছে, তারা সিবিআই তল্লাশির বিষয়ে কিছু বলবেন না। এমনটাই জানিয়ে দরজা মুখের ওপর বন্ধ করে দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct