আব্দুস সামাদ মন্ডল, কলকাতা, আপনজন: বুধবার দশ বছর পূর্তি উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আলিয়ার পার্ক সার্কাস ক্যাম্পাসের শিক্ষা বিভাগ। এছাড়াও চলতি শিক্ষবর্ষের বিদায়ী ছাত্র ছাত্রীদের জন্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আয়েজন করেন বিভাগের পাঠরত প্রথম বর্ষের শিক্ষার্থীরা। উল্লেখ্য, আলিয়া মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পাওয়ার বেশ কয়েক বছর পর ২০১৪ সাল থেকে শিক্ষা বিভাগের পথ চলা শুরু হয়। বিএড প্রথম বর্ষের উদ্যোগে ও বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা ও প্রাক্তনীদের সহযোগিতায় দশ বছরে বিভাগের ইতিবৃত্ত তুলে ধরে ‘দুর্নিবার’ নামক এক ম্যাগাজিনের মধ্যে। ম্যাগাজিনটির মোড়ক উম্মোচন করেন অনুষ্ঠানের বিশেষ অথিতি বিশিষ্ট সাহিত্যিক ডঃ ফিরোজা বেগম। এদিনের অনুষ্ঠান শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্র উসমান আলীর কুরআন তেলায়ত এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, এরপরেই গত দশবছর শিক্ষা বিভাগের উত্থানের কঠিন পরিস্থিতি ও বর্তমান বিভাগের অবস্থান নিয়ে বিশেষ রূপ তুলে ধরেন শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ জাকির হোসেন লস্কর, এছাড়া উপস্থিত ছিলেন আরবী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ মশিহুর রহমান বলেন, প্রথম অবস্থায় আলিয়ার শিক্ষা বিভাগের অনেক প্রতিকূল অবস্থা ছিল, সেটাকে কাটিয়ে বর্তমান সুন্দর রূপে সেজে উঠেছে। আগামী দিনে আলিয়ার শিক্ষা বিভাগ রাজ্যের অন্যন্যা প্রতিষ্ঠানকে ছাপিয়ে এক নজির গড়বে বলে আশাবাদী।
পার্ক সার্কাসের কলা বিভাগের ডিন অধ্যাপক আবদুর রহিম গাজী বলেন, আলিয়ার ইতিহাসে এই প্রথম ‘দশ বছর পূর্তি’ উপলক্ষ্যে অনুষ্ঠান আয়েজন। শিক্ষার পাশাপাশি সাহিত্য চর্চা খুবই গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের প্রায় সকল সহকারী অধ্যাপক অধ্যাপিকা গণ তারা হলেন, ডঃ রেশমা খাতুন, ডঃ প্রকৃতি রঞ্জন সরকার, ডঃ নিলাক্ষী মুখার্জী মন্ডল। এছাড়াও সহকারি অধ্যাপিকা সাহজিয়া হাসনাইন, অধ্যাপক কাজী আব্দুল কাফী, অধ্যাপক তৌহিদুল ইসলাম, অধ্যাপক চিরঞ্জীব সরকার, অধ্যাপক মোহাম্মদ সাহজিদ আলী মিস্ত্রি, অধ্যাপক লিটন মল্লিক, অধ্যাপক মাহাবুব ইসলাম ও অধ্যাপক সোহেল রানা। এছাড়া পার্ক সার্কাস ক্যাম্পাসের অন্যান্য বিভাগ থেকে উপস্তিত ছিলেন ডঃ সৈয়দ আব্দুর রশিদ, ডঃ সুমাইয়া আহমদ, ডঃ শবনম বেগম সহ প্রাক্তন ছাত্র ছাত্রী ও বর্তমান পাঠরত প্রায় সকল শিক্ষার্থীরা। এই অনুষ্ঠান পরিচালনা ক্ষেত্রে শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের বিশেষ ভূমিকা দেখা গিয়েছে তারা হলেন, শুকুর মোহাম্মাদ, সাগরিকা বিশ্বাস, লেমাইশা, ফারুক মন্ডল, আরিফুল, জমিলা, রফিকুল, আজহার, নাজমুল হক, মুদ্দাসির, ওয়ারেজ, সৌরজিত, শুভাশিস, ইমাম উদ্দিন, মোহাম্মদ খান, সামিয়া পারভিন সহ সকল প্রথম বর্ষের পড়ুয়া। এদিনের মঞ্চে অনুষ্ঠান পরিচালনা করেন বিএড প্রথম বর্ষের পড়ুয়া সারা মালিহা, আফসানা ও মোফাস্সেল পাইক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct