মোস্তাফিজুর রহমান, অশোকনগর, আপনজন: হাবড়া-নৈহাটির সংযোগ স্থাপনকারী ৭৩ নম্বর বাস রুটে শুড়িয়া এবং ঈশ্বরীগাছা’র মধ্যবর্তী বেশ কিছুটা বিস্তীর্ন ফাঁকা এলাকা আছে। তাই স্বভাবতই চালক এই ফাঁকা জায়গাটা বেশ গতিতেই গাড়ি ছোটান। আর এই গতিই কাল হল বছর পঞ্চান্ন’র সঞ্জয় দে’র। হতে পারতো মৃত্যুও। সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এলাকায় সমাজসেবী হিসাবে পরিচিত হাসিবুর রহমান। কাল বিলম্ব না করে পথচলতি টোটো থামিয়ে দুর্ঘটনাক্রান্ত সঞ্জয় দে’কে তুলে স্থানীয় সব্দালপুর স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যান তিনি। হাসিবুর রহমান বলেন, ‘একটা মানুষের প্রানের চেয়ে অন্য কিছু বড় হতে পারে না। ’এর পূর্বেও একাধিক ঝুঁকিপূর্ণ কাজ, যেমন করোনা পিরিয়ডে মুমূর্ষু করোনা রোগীর সেবা করেছেন হাসিবুর জীবন বাজি রেখে। রাত-বিরেতে হসপিটাল, নার্সিংহোমে ছুটে গিয়েছেন প্রতিবেশীর বিপদে মিতভাষী হাসিবুর রহমান তাঁর মনোরম ব্যবহারের জন্য এলাকায় জাতি, ধর্ম, রাজনীতি’ভেদে সকলের কাছে প্রিয়। হাসিবুরের সাহায্যে নতুন জীবন পেয়ে, তাঁর কাছে কৃতজ্ঞতা জানাতে ভুললেন না অশোকনগরের ১৮ নম্বর ওয়ার্ডের সঞ্জয় দে ও তাঁর পরিবারের মানুষজন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct