জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: বুদ্ধ পুর্ণিমার দিন অযোধ্যা পাহাড় জুড়ে পালিত হয় শিকার উৎসব। সাঁওতাল সমাজের পক্ষ থেকে অবশ্য এই পার্বণকে বলা হয় সেঁদরা । এই উত্সবে যাতে এবছর কোন বন্য প্রাণের কোন ক্ষতি না হয় তার জন্য সারা পাহাড় জুড়ে চালানো হলো প্রচার। স্থানীয় আদিবাসীরা জানিয়েছেন, প্রথাগত পূজা অর্চনা চললেও নিজেদের এলাকায় শিকার নিয়ে সচেতন তারা । গত কয়েক বছর কোভিডের জন্য সার্বিকভাবে এই উতসব না হলেও এবছর বুদ্ধ পূর্ণিমায় বিপুল সংখ্যক আদিবাসী জনজাতির মানুষ পাহাড়ে আসতে পারেন বলে ধারণা বনদফতরের । চিরাচরিত রীতি মেনে বুদ্ধ পূর্ণিমার রাত্রে অযোধ্যা পাহাড় জুড়ে শিকার হয়ে থাকে । এবছর যাতে তা না হয় তার জন্য এক সাথে প্রচারে নেমেছে বন দফতর এবং আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহাল । তারা জানিয়ে দিয়েছেন পাহাড়ে প্রাচীন রীতি মেনে এবারও অনুষ্ঠিত হবে “ল বীর বাইসী”, যা হল তাদের বার্ষিক সভা। এখানে সাঁওতাল সমাজের বিভিন্ন আইন কানুন বিষয়ে আলোচনা হবে। সমাজের বিভিন্ন সমস্যার সমাধানও করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct