আপনজন ডেস্ক: রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি তেল শোধনাগারে ড্রোন হামলা হয়েছে। তাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। জানা গিয়েছে, ক্রাসনোদার অঞ্চলের নোভোরোসিয়স্কের কৃষ্ণ সাগর বন্দরের কাছে ইলস্কি শোধনাগারে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর ক্রাসনোদরের গভর্নর ভেনিয়ামিন কনড্রাটেয়েভ জানান, আমাদের জরুরি পরিষেবাগুলোর জন্য এটি দ্বিতীয় অস্বস্তিকর রাত। তিনি আরও জানান, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তিনি বলেননি। অবকাঠামো এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে সম্প্রতি ঘন ঘন ড্রোন হামলা হয়েছে বলে দাবি করেছে মস্কো। এ ঘটনার জন্য বরাবরই ইউক্রেনকে দায়ী করেছে তারা। একই সঙ্গে এই ঘটনার জন্য দায় স্বীকার করেছে ইউক্রেনও। মস্কো ২৯ এপ্রিল সেভাস্তোপলের একটি তেল ডিপোতে আগুন দেওয়ার জন্য ইউক্রেনকে দায়ী করে। অবশ্য সেই দায় স্বীকার করে কিয়েভের সামরিক বাহিনী জানায়, রাশিয়ার পাল্টা আক্রমণের অংশ হিসেবে তারা তেল ডিপোতে হামলা চালায়। অনেকেই মনে করছেন, এই আক্রমণের জেরে রাশিয়া এবার কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে ইউক্রেনের বিরুদ্ধে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct