আয়ুব আলী ও হাফিজুল ইসলাম, বারাসাত, আপনজন: “অশান্ত পৃথিবী, যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীকে শান্ত করতে, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় কাজী নজরুল ইসলামের কবিতা এখনো প্রাসঙ্গিক। সাম্য, সমতা ও সম্প্রীতি রক্ষায় কবির সৃষ্টি ও জীবনাদর্শ আজকের যুব সমাজের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ”। নজরুল চর্চা কেন্দ্র’, বারাসাতের সভাপতি তথা হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শেখ কামাল উদ্দীন আজ হাবড়ার শ্রীচৈতন্য মহাবিদ্যালয়’-এর বাংলা বিভাগের সঙ্গে যৌথভাবে আয়োজিত ৩০ ঘন্টা ব্যাপী একটি আন্তর্জাতিক নজরুল বিষয়ক আলোচনা একালের প্রেক্ষিতে নজরুল চর্চা’-র সূচনায় একথা বলেন। শ্রীচৈতন্য মহাবিদ্যালয়’ ও নজরুল চর্চা কেন্দ্র’, বারাসাতের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আয়োগের প্রস্তাবিত একটি সংযুক্ত পাঠক্রমের আজ উদ্বোধন করেন শ্রীচৈতন্য মহাবিদ্যালয়’-এর অধ্যক্ষ ড. সুব্রত চ্যাটার্জী। তিনি বলেন, “এই ধরনের পাঠক্রমের মাধ্যমে ছাত্রছাত্রীরা সাহিত্যিক ও মনীষীদের জীবনী থেকে শিক্ষা লাভ করতে পারে। মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. পিয়ালী দে মৈত্র সূচক বক্তৃতায় জানান, “শুধু সঞ্চিতা’-র কয়েকটি কবিতা নয়, বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে আরও বেশি করে নজরুল রচনাবলীকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। ” প্রথম দিনের আলোচনার অন্যতম বক্তা নজরুল চর্চা কেন্দ্র’, বারাসাতের পক্ষে মোহাম্মদ ইনাস উদ্দিন কৃষ্ণনগরে নজরুল জীবনের গুরুত্বপূর্ণ তিনটি বছরের উপর আলোকপাত করেন। এই ৩০ ঘন্টাব্যাপী অনুষ্ঠানে এরপরে বিভিন্ন দিনে আলোচনা করবেন ইংল্যান্ড থেকে শাহ মহম্মদ শফিনুর, কানাডা থেকে নুরুল হক, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়’-এর বাংলা বিভাগের অধ্যাপক ড. মাওলা প্রিন্স, ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পীযূষ পোদ্দার, বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. বিদিশা ঘোষ দস্তিদার, ভাঙ্গড় মহাবিদ্যালয়ের অধ্যাপক ড. নিরুপম আচার্য, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি’-র অধ্যাপক ড. আবু রাইহান, চাকদহ কলেজের অধ্যাপক ড. সিদ্ধার্থ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াসুদ্দিন দালালসহ শ্রীচৈতন্য মহাবিদ্যালয়’-এর অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকারা। আজকের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহাবিদ্যালয়ের শিক্ষিকা অর্পিতা বসু। আগামী ৩০শে মে শিয়ালদার মৌলালী যুব কেন্দ্রে সংগঠনের প্রতিষ্ঠা দিবস ও কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে এই সংগঠনের সাংস্কৃতিক সম্পাদিক দেবযানী চট্টোপাধ্যায় জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct