এহসানুল হক, বসিরহাট, আপনজন: পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়লেন জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন বসিরহাট ষোলাদানা স্কুল মাঠে কংগ্রেসের জনসভা অনুষ্ঠিত হয়। এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বসিরহাট, হাড়োয়া ও বাদুড়িয়া থেকে প্রায় কয়েক হাজার কর্মী-সমর্থক সমাবেশে যোগদান করেন। এদিনের এই প্রকাশ্য জনসভা থেকে বিভিন্ন দল থেকে প্রায় এক হাজার মানুষ কংগ্রেসের যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন অধীর রঞ্জন চৌধুরী। এতদিনের এই সভা মঞ্চে উপস্থিত ছিলেন, কংগ্রেস নেতা অমিত মজুমদার, কংগ্রেস নেতা আব্দুল সাত্তার, জেলা কংগ্রেস নেতা আবু ইসহাক বাবু গাজী, ব্লক কংগ্রেস নেতা আব্দুল কাদের সরদার, কংগ্রেস নেতা দিলীপ ঘোষ সহ কংগ্রেসের একাধিক ও নেত্রী বর্গ। প্রকাশ্য মঞ্চে অধীর চৌধুরী অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে তিনি বলেন, তৃণমূল দলের যিনি খোকাবাবু তার নিজের দলের লোকেদের সাথে কথা বলার জন্য কোটি কোটি টাকা খরচা করেন। যাতে সেখানে রোদের তাপ না লাগে, খোকাবাবুর গায়ে তার যেন কোন অসুবিধা না হয়, সেইজন্য কোটি কোটি টাকা ব্যয় করে প্যান্ডেল তৈরি করা হচ্ছে। তার জন্য চলন্ত রাজপ্রাসাদ তার সঙ্গে চলেছে। কোটি কোটি টাকার উৎস কোথায় প্রশ্ন তুললেন তিনি।
পাশাপাশি কালিয়াগঞ্জ ঘটনার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কালিয়াগঞ্জ কাণ্ডে সিআইডি তদন্ত দেওয়া হয়েছে। সিআইডি তদন্তকে কেন্দ্র করে কটাক্ষ করে বলেন, সিআইডি দেওয়া আর রোগীকে মর্গে পাঠানো সমান। মর্গে কেন পাঠানো হয়? কেউ মারা গেলে তবেই না মর্গে পাঠানো হয়, সিআইডি দেওয়া মানেই মর্গে পাঠানোর সমান। অনুব্রতর মেয়েকে নিয়ে প্রশ্ন করা হলে অধীর চৌধুরী বলেন, বাবার পাপের প্রায়শ্চিত্ত করছে তার নিজের সন্তান। আজ অনুব্রত মণ্ডলের যদি সততা থাকতো তাহলে বলতো আমার শাস্তি হওয়া উচিত ছিল, কিন্তু তার জায়গায় আমার মেয়ের প্রায়শ্চিত্ত করছে। এ অন্যায় বাংলার মানুষ দেখছে। আজকে গোটা পরিবারকে জেলে যেতে হচ্ছে কিসের জন্য কারণ চুরি করার সময় তাদের মনে ছিল না। যে বাঘের উপরে বাঘ আছে, বাপের উপরে ও বাপ আছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct