আপনজন ডেস্ক: বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এপ্রিল মাসের সেরার তালিকা বা ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এ মনোনায়ন পেয়েছেন পাকিস্তানের ফখর জামান, নিউজিল্যান্ডের মার্ক চাপম্যান ও শ্রীলঙ্কার প্রবাথ জয়সুরিয়া। (৩ মে) গত মাসের সেরা বাছাইয়ের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এপ্রিল মাসের শেষের দিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই জোড়া সেঞ্চুরি করেন ওপেনার ফখর। দুই ওয়ানডেতে যথাক্রমে ১১৭ ও অপরাজিত ১৮০ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন ফখর। তার জোড়া সেঞ্চুরিতে দুই ম্যাচেই সহজ জয়ের স্বাদ পায় পাকিস্তান। এমন দুর্দান্ত পারফরম্যান্সে গেল মাসের সেরার লড়াইয়ে নাম ওঠে ফখরের। গত মাসে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কিউই ব্যাটার চ্যাপম্যান। ৫ ইনিংসে ১ সেঞ্চুরি ও ২ হাফ-সেঞ্চুরিতে ২৯০ রান করেন তিনি। টি-টোয়েন্টিতে পাঁচ ম্যাচের সিরিজে সর্বোচ্চ রানের নতুন রেকর্ডও গড়েন চ্যাপম্যান। পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৫৭ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডকে সিরিজ হারের লজ্জা থেকে রক্ষা করেন চ্যাপম্যান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct