আপনজন ডেস্ক: বিশ্বের প্রতিটি প্রান্তে সংবাদমাধ্যমের স্বাধীনতা আজ আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছ্নে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ কথা জানান। গুতেরেস বলেন, তিন দশক ধরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে, আন্তর্জাতিক সম্প্রদায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের কার্যক্রমের কথা স্মরণ করে আসছে। এই দিবসটি একটি সহজ সত্যকে তুলে ধরে। এটি হলো- আমাদের সার্বিক স্বাধীনতা নির্ভর করে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর। তিনি বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা হলো গণতন্ত্র ও ন্যায়বিচারের ভিত্তি। স্বাধীন সংবাদমাধ্যম বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপন করে আমাদের মতামত গঠনে এবং ক্ষমতায় থেকে সত্য বলতে সহায়ক ভূমিকা পালন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য আমাদের স্মরণ করিয়ে দেয় যে সংবাদমাধ্যমের স্বাধীনতা মানবাধিকারেরই প্রাণশক্তি। বিশ্বের প্রতি প্রান্তে সংবাদমাধ্যমের স্বাধীনতা আজ আক্রান্ত উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, মিথ্যা তথ্য দ্বারা সত্য হুমকির সম্মুখীন এবং বিদ্বেষপ্রসূত বক্তব্য সত্য ও অলীক কাহিনির মধ্যকার ফারাক, বিজ্ঞান ও ষড়যন্ত্রের মধ্যকার ফারাককে ম্লান করে দিচ্ছে। জাতিসংঘ মহাসচিব বলেন, ক্রমান্বয়ে গুটি কয়েক মানুষের হাতে সংবাদমাধ্যম শিল্পের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct