আপনজন ডেস্ক: বিশ্বসেরা বেসরকারি ইসলামী ব্যাংক হিসেবে ‘ওয়ার্ল্ডস বেস্ট ইসলামিক ফিন্যানশিয়াল ইনস্টিটিউট অ্যাওয়ার্ড ২০২৩’ পুরস্কার লাভ করেছে কাতারের দুখান ব্যাংক। বেসরকারি ব্যাংক হিসেবে অসাধারণ সেবা প্রদান করায় ব্যাংকটিকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থনীতিবিষয়ক ম্যাগাজিন ‘গ্লোবাল ফাইন্যান্স’ এই পুরস্কার ঘোষণা করেছে। কাতার স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তির মাধ্যমে ব্যাংকটি একটি পাবলিক শেয়ার হোল্ডিং কম্পানিতে সফল রূপান্তরের পর ব্যাংকটি এই পুরস্কার লাভ করল। দুখান ব্যাংক কাতারের একটি নেতৃস্থানীয় বেসরকারি ইসলামী ব্যাংক। দক্ষ পরিচালনা, নিরাপদ বিনিয়োগ, উচ্চ মুনাফা ও নির্বিঘ্ন উন্নত ব্যাংকিং সেবার জন্য প্রতিষ্ঠানটির সুনাম রয়েছে। ‘গ্লোবাল ফাইন্যান্স’ একটি শীর্ষ স্থানীয় আন্তর্জাতিক পত্রিকা এবং শিল্প বিশ্লেষক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতিবছর ১৫০টির বেশি দেশের আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ের ব্যাংকসহ অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিষেবা বিশ্লেষণ করে এবং সেগুলোকে পুরস্কার প্রদান করে। এ ক্ষেত্রে তারা প্রযুক্তি, নেতৃত্ব, ব্রান্ডিং, গ্রাহকের আস্থা, স্থিতিশীলতা ইত্যাদি বিষয় বিবেচনা করে থাকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct