আপনজন ডেস্ক: মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সাধারণ ক্ষমার আওতায় দেশটির বিভিন্ন কারাগার থেকে ২ হাজার ১৫৩ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দিচ্ছে ক্ষমতাসীন জান্তা। বুধবার দেশটির সর্বোচ্চ নির্বাহী সংস্থা মিলিটারি কাউন্সিল থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এমআরটিভি। প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন থানায় মুক্তিপ্রাপ্ত কয়েদিদের তালিকা পাঠানো হয়েছে চলতি সপ্তাহের শুরুর দিকে। বুধবার থেকে শুরু হওয়া এই মুক্তিদান প্রক্রিয়া আগামী কয়েকদিন চলমান থাকবে। ক্ষমতাসীন জান্তার একটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম এপিকে জানিয়েছে, এ দফায় মুক্তিপ্রাপ্ত সবাই ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ক্ষমতা পরিবর্তনের পর সরকারবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন। সরকারবিরোধী বিক্ষোভে সংশ্লিষ্টতার কারণে গ্রেপ্তার করা হয়েছিল তাদের। গত সপ্তাহে মিয়ানমারের সরকারপ্রধান জেনারেল মিন অং হ্লেইংয়ের সঙ্গে বৈঠকে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বলেন, আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হলে অবশ্যই দেশটিতে চলমান রাজনৈতিক সংঘাতের সমাধান করতে হবে এবং সুচিসহ সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct