আপনজন ডেস্ক: বার্সেলোনার ফুটবল-খামার ‘লা মাসিয়া’য় তাঁর বেড়ে ওঠা। প্রতিভার ঝলকে ‘জাপানিজ মেসি’ বলে ডাকেন অনেকে। রিয়াল মাদ্রিদ এই ‘মেসি’তে মজেই কেনার সিদ্ধান্তটা নিয়েছিল। ১৮ বছর বয়সী তাকেফুসা কুবোকে ২০১৯ সালে নিজেদের অনূর্ধ্ব-১৯ দলে সই করায় মাদ্রিদের ক্লাবটি।২০১৯-২০ মৌসুমে যুক্তরাষ্ট্র ও জার্মানিতে প্রাক্-মৌসুম সফরে কুবোকে নিয়মিতই দেখা গেছে রিয়ালের উইংয়ে। কিন্তু প্রতিযোগিতামূলক ম্যাচে মূল দলের হয়ে আর মাঠে নামা হয়নি। সেই কুবো মায়োর্কা, ভিয়ারিয়াল ও হেতাফেতে ধারে খেলে গত বছর নাম লেখান রিয়াল সোসিয়েদাদে। হুট করে কুবোর কথা বলার কারণটা নিশ্চয়ই এখন পরিষ্কার!
পর্তুগিজ ফুটবলে খেলা সবচেয়ে বেশি বয়সী ফুটবলার মিউরা স্প্যানিশ লা লিগায় কাল রাতে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারায় সোসিয়েদাদ। দানি কারবাহল লাল কার্ড দেখায় রিয়াল ১০ জনে পরিণত হওয়ার আগে ৪৭ মিনিটে সোসিয়েদাদের হয়ে প্রথম গোলটি কুবোর। আর এই গোলের মধ্য দিয়ে দারুণ এক ইতিহাসও গড়েছেন তিনি। জাপানের জে-লিগে ১৫ বছর ১০ মাস ১১ দিন বয়সে গোল করে সেই লিগে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়া এ ফুটবলার লা লিগায় একটি জায়গায় প্রথম—লা লিগার ইতিহাসে জাপানের প্রথম খেলোয়াড় হিসেবে রিয়ালের জালে গোল করলেন কুবো। ফুটবল-পরিসংখ্যানের টুইটার অ্যাকাউন্ট ‘মিস্টারচিপ’ জানিয়েছে এই তথ্য। স্পেনের এই শীর্ষ লিগে জাপানের ১৩ জন ফুটবলার খেলে এ পর্যন্ত ৪৩ গোল করেছেন। প্রথম গোলটি জাপানের সাবেক ফরোয়ার্ড শোজি জোর। ২০০০ সালে রিয়াল ভায়োদোলিদের হয়ে ধারে খেলার সময় গোলটি করেছিলেন শোজি জো। সোসিয়েদাদের হয়ে এ মৌসুমে ভালোই খেলছেন কুবো। লা লিগায় সোসিয়েদাদের হয়ে এ মৌসুমে ৩০ ম্যাচে করেছেন ৮ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫ গোল। ২১ বছর বয়সী উইঙ্গার লা লিগার এক মৌসুমে সর্বোচ্চ গোল করা জাপানি খেলোয়াড়। এশিয়ান খেলোয়াড়দের মধ্যে লা লিগার এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ডে ভাগও বসিয়েছেন কুবো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct