আপনজন ডেস্ক: চেন্নাই সুপার কিংসকে হারালেই আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষ উঠে যেতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। বড় ব্যবধানে লক্ষ্ণৌকে হারালে সেই সুযোগ ছিল চেন্নাইয়েরও। কিন্তু আজ লক্ষ্ণৌর ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়ামে দুই দলকেই হতাশ করে শেষ পর্যন্ত ‘জিতেছে’ বৃষ্টি।বৃষ্টির কারণেই দেরিতে শুরু হওয়া দিনের প্রথম ম্যাচে ব্যাট করতে পেরেছে শুধুই লক্ষ্ণৌ। সেটিও পুরো ২০ ওভার নয়, ১৯.২ ওভার। ৭ উইকেটে ১২৫ রান তোলার পর ফিরে আসা বৃষ্টি আর থামেনি। ফল, পয়েন্ট ভাগাভাগি। এবারের আইপিএলে প্রথম পরিত্যক্ত ম্যাচের পর ১০ ম্যাচে সমান ১১ পয়েন্ট লক্ষ্ণৌ ও চেন্নাইয়ের। তবে নেট রান রেটের হিসাবে ক্রুনাল পান্ডিয়ার লক্ষ্ণৌ দুইয়ে ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই আছে তিনে। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস।
৩৩ বলে ৫৯ রান করে অপরাজিত ছিলেন লক্ষ্ণৌর আয়ুশ বাদোনি মেঘলা আবহাওয়ায় টস জিতে ফিল্ডিং নেন চেন্নাই অধিনায়ক ধোনি। পাওয়ার প্লেতে লক্ষ্ণৌ তুলতে পারে ৩ উইকেটে ৩১ রান। দশম ওভারে ধোনিরা যখন লক্ষ্ণৌর পঞ্চম উইকেটে তুলে নিলেন, স্বাগতিকদের স্কোর ৫ উইকেটে ৪৪। সেখান থেকেই যে লক্ষ্ণৌ ১২৫ রান করতে পারল, তাতে বড় অবদান আয়ুশ বাদোনির। ২৩ বছর বয়সী বাদোনি সাতে নেমে করেছেন অপরাজিত ৫৯ রান। ৩৩ বলের ইনিংসে ২টি চার ও ৪টি ছক্কা মেরেছেন ভারত অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই খেলোয়াড়। ষষ্ঠ উইকেটে নিকোলাস পুরানকে নিয়ে ৫৯ রান যোগ করেন বাদোনি। ওয়েস্ট ইন্ডিয়ান উইকেটকিপার-ব্যাটসম্যান ৩১ বলে করেছেন ২০ রান। চেন্নাইয়ের দুই অফ স্পিনার মঈন আলী ও মহিশ তিকশানা এবং পেসার মহিশা পাতিরানা ২টি করে উইকেট নিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct