সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: আবারও ভীন রাজ্য কেরালায় কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু মুর্শিদবাদের জলঙ্গির এক পরিয়ায়ী শ্রমিকের। বাড়িতে নেই ভালো ঘর, ঘর করব বলে ভিন রাজ্য কেরালায় কাজে যায় মুর্শিদাবাদের যুবক মফিজুল হক। ভিন রাজ্য কেরালায় ঘরের কাজে গিয়ে সানসাইড এর ঢালায় ভেঙ্গে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই শ্রমিকের। মৃত শ্রমিকের নাম মফিজুল হক ২৭। উল্লেখ্য গত রবিবার সকালে ঘটনাটি ঘটে কেরালার এরনাকুলাম জেলায়। ঐ খবর গ্রামের বাড়ি ফরিদপুর অঞ্চলের ভাদুরীয়াপাড়ার টিকরবাড়িয়া পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে মা সহ পরিবারের লোকজন। ঘটনায় শোকাস্তব্ধ হয়ে পড়ে গোটা গ্রাম। পরিবার সূত্রে জানাগেছে, গত রোজার মাসে কেরালায় শ্রমিকের কাজে যায় মফিজুল হক। শনিবার রাতে শেষ কথা হয় তার মা এবং স্ত্রীর সাথে। রবিবার কাজে গিয়েই ঘটে দুর্ঘটনা। সেই দুর্ঘটনার খবর জানতে পারে বাড়ির সদস্যরা। ঢালাই এর কাজ করার সময় ভারা বাঁধার কাজ করছিলো ওই যুবক। তারপর সেখান থেকে এক সহকর্মীকে নামিয়ে ঐ ভারার উপরে উঠে মফিজুল নিজেই। তারপর হটাৎ সানসাইড এর ঢালাই ভেঙে পড়ে তার মাথার উপর।
তারপরেই সহকর্মীরা তাকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার খবর দেওয়া হয় কেরালার পুলিশকে। সেইমতো ঘটনাস্থলে আসে পুলিশ। তারপরে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। সোমবার ঐ দেহ ময়নাতদন্তের পর ফিরবে গ্রামের বাড়ি। চলছে জানাজার এবং মৃতদেহ দাফনের প্রক্রিয়া। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বাড়িতে ভিড় করেছেন প্রতিবেশীরা। শোকাহত পরিবার পরিজন থেকে স্থানীয় মানুষজনেরা। তবে এখন পর্যন্ত জানেন না তার স্ত্রী। দুদিন হয়ে গেলেও মৃত্যুর খবর অজানা স্ত্রীর। অন্যদিকে পহর গুনছেন মা ও পরিবারের লোকজন। কখন এসে পৌঁছাবে মফিজুল এর মৃতদেহ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct