এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: উত্তর চব্বিশ পরগণার বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি-র পক্ষ থেকে পালিত হল শ্রমিক দিবস। মে দিবসের সকালে শ্রমিকদের দাবি দাওয়া সামনে রেখে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে বনগাঁয় মহা মিছিল অনুষ্ঠিত হয় ৷ আইএনটিটিইউসি-র আওতায় থাকা ৩৪টি ট্রেড ইউনিয়নের হাজার হাজার শ্রমিক ওই মিছিলে অংশগ্রহণ করেন ৷ বনগাঁ সংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ ঘোষের নেতৃত্বে এ দিন মিছিলটি জেলা কার্যালয় থেকে বনগাঁ বাটার মোড়, নীলদর্পণ হয়ে মতিগঞ্জ ঘুরে আইএনটিটিইউসি জেলা কার্যালয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল শেঠ সহ সহ অন্যান্যরা ৷ এ দিন মিছিল থেকে ‘মে দিবস দিচ্ছে ডাক, সাম্প্রদায়িক শক্তি নিপাত যাক ৷ ধর্মের নামে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করা চলছে না, চলবে না। ভারতবর্ষের মহান সংবিধান লঙ্ঘন করা চলছে না, চলবে না ৷ শ্রমিকের ৮ ঘন্টা কাজের অধিকার কেড়ে নেওয়া চলছে না, চলবে না ৷ অবিলম্বে পার্লামেন্টে ২৫০ জনের নিচে শ্রমিকদের অধিকারহরণ বিল বাতিল করতে হবে’ ইত্যাদি শ্লোগান দিতে থাকেন অংশগ্রহণকারীরা ৷
বনগাঁ সংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে বলেন, ‘কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে ১০০ দিনের কাজের টাকা রাজ্য সরকারকে দিতে হবে, পাশাপাশি শ্রমিকদের ৮ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না ৷’ তিনি আরও বলেন, ‘আমরা সব সময় শ্রমিকদের পাশে আছি এবং থাকব। আমরা বিভিন্ন কাজের মাধ্যমে সংগঠনটাকে আরও মজবুত করার চেষ্টা করব। রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সব সময় আমাদের শ্রমিকদের পাশে থাকার আহ্বান জানান। আমরা সেদিকেই লক্ষ্য রাখবো। ’বনগাঁ পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল শেঠ বলেন, ‘আমরা সর্বদাই শ্রমিকদের পাশে থাকার চেষ্টা করি, আগামী দিনেও থাকবো। সামনে পঞ্চায়েত ভোট, মে দিবসে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দিল যে পঞ্চায়েতে তৃণমূলই থাকবে। অন্তত ২০ হাজার মানুষ পথে নেমে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবি নিয়ে ধিক্কার জানিয়েছেন ৷’ বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি-র পক্ষ থেকে অনুষ্ঠিত ওই মিছিলে শ্রমিকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত, উপস্থিত ছিলেন এক ঝাঁক তৃনমূল নেতৃত্ব ৷ যদিও তৃণমূলের মিছিল নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা ৷