নিজস্ব প্রতিবেদক, কালিয়াচক, আপনজন: আমেরিকায় পাড়ি দিতে চলেছে কালিয়াচকের আলিফিয়া ইবকার। কালিয়াচকের আরো এক প্রতিভা আলিফিয়া ইবকার ভূগর্ভস্থ জল বিষয়ক উচ্চতর গবেষণার জন্য নিউ জার্সি যাচ্ছেন। নতুন করে কালিয়াচক এর নাম উজ্জ্বল করল এই প্রতিভাবান ছাত্রী। আমেরিকার নিউ জার্সি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পিএইচডি গবেষণায় মনোনীত আলিফিয়া ইবকার। এই সাফল্যে গর্বিত কালিয়াচক ও মালদাবাসী। মা তানিয়া রহমত বহু সম্মানে সম্মানিত। শিক্ষারত্ন এবং সাংস্কৃতিক জগতের একটি অনন্য নাম তানিয়া। বাবা ডাঃ হাজেরুল ইবকার হোমিওপ্যাথি মেডিকেল অফিসার হিসেবে রাজনগরে কর্মরত। ২০২১ সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে ৮৬ শতাংশ নম্বর পেয়ে ভূতত্ত্ব নিয়ে উত্তীর্ণ হয় আলিফিয়া। তারপর দিল্লীর মানব রচনা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় প্রকল্প ‘অটল ভূজল যোজনা’য় রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে মনোনীত হন। বিশ্ব ব্যাংকের বরাদ্দের নির্দিষ্ট প্রকল্পটিতে জল হ্রাসের সমস্যা সমাধানে হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ জেলার ৭১টি গ্রাম পঞ্চায়েতে জল সংরক্ষণের কৌশল ও সচেতনতা নিয়ে নিরলস কাজ করে চলেছেন।
আলিফিয়াকে ফরিদাবাদ শহরের বৃষ্টির জলে প্লাবিত হওয়ার জ্বলন্ত সমস্যা সমাধানের দায়িত্ব অর্পণ করা হয়। উক্ত সমস্যার সমাধান করে অত্যন্ত সফল হয়েছেন আলিফিয়া। ইতিমধ্যে তার গবেষণার সাফল্যের ধাপ হিসেবে একটি মনো আর্টিকেলটি প্রকাশিত হয়েছে। কালিয়াচকের প্রত্যন্ত এক গ্রাম নয়াগ্রাম (রাজনগর) যেখানে আলিফিয়ার জন্ম। ছাত্রজীবন এনটিপিসি উচ্চ বিদ্যালয়ে। মা তানিয়া রহমত ছিলেন ওই বিদ্যালয়ের শিক্ষিকা। মেধাবী আলিফিয়াকে মাধ্যমিকের সাফল্যে বৈষ্ণবনগর ব্লকের তরফে সম্মানিত করা হয়। উচ্চমাধ্যমিকেও সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে ভর্তি হয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে তার পছন্দের বিষয় ভূতত্ব নিয়ে। অবিচল সংকল্পে স্নাতক উত্তীর্ণ হয় ৮৪% নম্বরসহ ডিস্টিংশন পেয়ে। তারপর মাত্র কয়েকটি আসনের লড়াইয়ে অ্যাপ্লাইড জিওলজি নিয়ে ভর্তির সুযোগ পায় কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। বিভিন্ন প্রতিভার অধিকারিনী আলিফিয়া বিতর্ক, কুইজের পারদর্শিনী। ছাত্রজীবনে জেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অসংখ্য বার পুরস্কৃত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct