আপনজন: তৃণমূল কংগ্রেসের তৃতীয় বার ক্ষমতায় আসার পর সরকার গঠনের দ্বিতীয় বর্ষপূর্তিতে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। একটি ভিডিও বার্তায় বক্তব্য রাখতে গিয়ে বলেন আমি হতাশ কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে। ভেবেছিলাম ক্ষমতায় আসার পর আমরা কেন্দ্রকে আমাদের পাশে পাবো কিন্তু সেই জায়গায় শুধু অসহযোগিতায় পেয়েছি। তিনি আরো বলেন বামফ্রন্টের সরকার ৩৪ বছর অত্যাচার করেছে। অনেক ঝড় ঝঞ্জা পেরিয়ে মা মাটি মানুষকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছে বাংলার জনগন। এই ১২ বছরে আমরা বাংলা কে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পেরেছি। সারা বিশ্বে বাংলা অনেক বন্দিত হচ্ছে। বাংলা এখন অনেক এগিয়ে। শিল্প,অর্থনীতি সব কিছুতেই এগিয়ে বাংলা। তবে আমাদের একটাই দুঃখ,ভেবেছিলাম বামফ্রন্ট সরকারের পর আমরা ক্ষমতায় আসে কেন্দ্রীয় সরকারের একটু সহানুভূতি পাব। আমাদের পাওনা টাকা পয়সা গুলো আমরা পাব। কিন্তু সহানুভূতি তো আমরা পাইনি। এমনকি একশো দিনের কাজের বকেয়া টাকা ও কেন্দ্রীয় সরকার দেয়নি। মমতা আরো বলেন প্রচুর কাজ হওয়ার সত্বেও বিরোধীরা অপপ্রচার করছে। দেশের পরিবর্তন হওয়া জরুরি। পরবর্তী লোকসভা নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন। ১২বছরে যদি আমরা এত কিছু করতে পারি তাহলে এই জুমলা সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারব। তাই সমস্ত বিরোধী দল কে বলব আসুন একজোট হয় সবাই বিজেপি কে পরাস্ত করি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct