আপনজন: বিলকিস বানু মামলার আবেদনের শুনানির সময় সুপ্রিম কোর্টের বিচারপতি দোষীদের আইনজীবীদের উদ্দেশ্যে বলেন স্পষ্টতই আপনি চান না যে এই বেঞ্চে এই মামলার শুনানি হোক’,গুজরাট সরকারের দোষীদের ক্ষমার আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিলকিস বানুর আবেদনের শুনানি করছিল সুপ্রিম কোর্টের বেঞ্চ। মিথ্যা হলফনামা দাখিল করেছেন দাবি করে দুই আসামির আইনজীবীরা দাবি করে বিলকিস বানু মিথ্যা হলফনামা দাখিল করেছে সেই জন্য তারা এই মামলার মুলতবি চেয়েছিলেন।বিলকিস বানু গণধর্ষণ-সহ-হত্যা মামলায় দোষী সাব্যস্ত কয়েকজনের আইনজীবীরা আদালতের সমন পাঠানোর বিষয়ে দাখিল করা হলফনামার বিষয়বস্তু নিয়ে বিতর্ক করায় মঙ্গলবার ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি কে এম জোসেফ এবং বিচারপতি বি ভি নাগারাথানার বেঞ্চ এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১১ জন দোষীকে অকাল মুক্তির অনুমতি দেওয়ার যে সিদ্ধান্ত গুজরাট সরকার নিয়েছে সেই সিদ্ধান্ত কে চ্যালেঞ্জ জানিয়ে বিলকিস বানুর আবেদনের শুনানি করছিল সুপ্রিম কোর্টের বেঞ্চ। এই মামলার শুনানির সময় দুই আসামির আইনজীবীরা অভিযোগ করেন, বিলকিস বানু আদালতে মিথ্যা হলফনামা দাখিল করেছে তাই তারা নোটিশ গ্রহণ করতে অস্বীকার করেছেন। ওই দুই আসামির আইনজীবীরা দাবি করে যে সরকারী রিপোর্টে দেখা গেছে যে ডাক বিভাগ যখন নোটিশ দিতে গিয়েছিল তখন উল্লিখিত ব্যক্তিরা সেখানে ছিলেন না। যদিও বিচারপতি জোসেফ শুনানির সময় দোষীদের আইনজীবীদের বলেন, “এখানে কী চেষ্টা করা হচ্ছে তা স্পষ্ট। এটা স্পষ্ট যে আপনি চান না যে এই বেঞ্চ এই মামলার শুনানি করুক। কিন্তু এটা আমার কাছে ন্যায়সঙ্গত নয়। আমরা এটি পুরোপুরি পরিষ্কার করে দিয়েছিলাম যে বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির জন্য শুনানি করা হবে। আপনারা আদালতের কর্মকর্তা। এই ভূমিকাটি ভুলবেন না। আপনি একটি মামলা জিততে পারেন, অথবা একটি মামলা হারতে পারেন। কিন্তু এই আদালতের প্রতি আপনার কর্তব্য ভুলবেন না। দোষীদের আইনজীবীরা বিলকিস বানু বিরুদ্ধে “আদালতের সাথে প্রতারণা” করার অভিযোগ এনে ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) অধীনে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct