অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বনধের ডাক দিয়েছে রাষ্ট্রীয় পিছড়া বর্গ(ওবিসি) মোর্চা। তারই অঙ্গ হিসেবে রবিবার পথ অবরোধের সামিল হন মোর্চার কর্মী ও সমর্থকেরা। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত বুনিয়াদপুর বাস স্ট্যান্ড এলাকায় পথ অবরোধ করেন রাষ্ট্রীয় পিছড়া বর্গ(ওবিসি)মোর্চা এর সদস্যরা। মূলত ৯ দফা দাবিতে ভারত বন্ধের ডাক দিয়েছে এই সংগঠনটি। অন্যদিকে, পথ অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে হিলি- মালদা, হিলি- রায়গঞ্জ রাজ্য সড়কের উপর দিয়ে যান চলাচল। দীর্ঘক্ষণ আটকে পড়ে দূরপাল্লার বাস। এর ফলে স্বভাবতই সমস্যায় পড়েন সাধারণ মানুষ। পরবর্তীতে বংশীহারী থানার পুলিশের হস্তক্ষেপে উঠে যায় পথ অবরোধ এবং স্বাভাবিক হয় যান চলাচল। এ বিষয়ে সংগঠনের তরফে মঙ্গল হাঁসদা জানিয়েছেন, সমস্ত ভারত বর্ষ ব্যাপী রাষ্ট্রীয় পিছড়া বর্গ (ওবিসি) মোর্চা এর তরফে চৌধুরী বিকাশ প্যাটেলের সাহেব এই ভারত বন্ধের ডাক দিয়েছে। আমাদের বেশ কিছু দাবি-দাওয়া রয়েছে। যেমন বিগত দিনে আমরা ব্যালট বক্সের মাধ্যমে ভোট দিয়েছি। এখন দেখা যাচ্ছে ইভিএম এর মধ্যে যে ভোট হচ্ছে, এর ফলে ভ্রষ্টাচারের বিষয়টি বেশি করে সামনে আসছে। উন্নয়নের নামে আদিবাসিদের নিয়ে রাজনীতি করা হচ্ছে। এছাড়াও ওবিসিদের জাতিভিত্তিক জনগণনার দাবিতে এবং অন্যান্য নানা দাবি দাওয়া নিয়ে আমাদের এই ভারত বনধ কর্মসূচির ডাক দেয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct