বিশেষ প্রতিবেদক, গোপালপুর, আপনজন: বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয় এস আই ও গোপালপুর ইউনিটের পক্ষ থেকে। পরিষেবায় ছিল জেনারেল বডি চেকআপ, চক্ষু পরীক্ষা, দন্ত পরীক্ষা। এছাড়াও ইসিজি সহ তাৎক্ষণিক বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা ছিল এবং কিছু পরীক্ষা করার জন্যে রক্তের স্যাম্পল নেওয়া হয় আয়োজক দের পক্ষ থেকে। সকাল ১০টায় রেজিস্ট্রেশন শুরু হয় এবং ১০.৩০ থেকে ডাক্তার দেখানো শুরু হয়। জেনারেল চেকআপ এর জন্যে উপস্থিত ছিলেন ৩ জন এমবিবিএস ডাক্তার, দাঁতের জন্যে ২ জন ডাক্তার, এবং চোখের জন্যে একটি টিম উপস্থিত ছিল। একটি রেজিস্টার্ড ল্যাবের দ্বারা পরীক্ষা নিরীক্ষা গুলি সম্পন্ন করা হয় বলে জানান উদ্যোক্তারা। পুরো ক্যাম্পটির তত্ত্বাবধানে ছিলেন সলুয়া-গোপালপুর জামে মসজিদ কমিটি। এলাকার বিধায়ক তাপস চ্যাটার্জি এদিনের প্রোগ্রামে উপস্থিত হয়ে ক্যাম্পের দারুন প্রশংসা করেন এবং আয়োজক দের ধন্যবাদ ও উৎসাহ দেন। উপস্থিত ছিলেন এস এই ও পশ্চিমবঙ্গ জোনের সভাপতি সাইয়েদ বি এস আল মামুন সহ বেশ কিছু বিভাগীয় দায়িত্বশীল। আল মামুন বলেন এস আই ও সমাজ সেবায় এই ধরনের উদ্যোগ অনেক আগে থেকেই নিয়ে আসছে, গোপালপুর এলাকা বাসীর উদ্যোগে এ অনুষ্ঠান সার্বিক ভাবে সাফল্য লাভ করেছে। তিনি সকল কর্মীকে অভিনন্দন জানান। ক্যাম্প পরিচালনার দায়িত্বে ছিলেন এলাকার বিশিষ্ট শুভাকাঙ্ক্ষী মিজানুর হোসেন সাহেব। তিনি এবং তার টিম খুবই দক্ষতার সঙ্গে পুরো ক্যাম্পটি পরিচালনা করেন। উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি শাহজাহান শাহ সাহেব, পেশ ইমাম ইমরান আলী, শরিফুল ইসলাম, আমিরুল মোমেনীন, জুনায়েদ আহমেদ, মিজানুর ইসলাম, নাজিম উদ্দিন কাজী, আব্দুর রহমান, মহিম মণ্ডল সহ ৫০ জনেরও বেশি ছেলে এবং মেয়ে ভলেন্টিয়ার। প্রায় ১৭০ জনের অধিক মানুষ একাধিক বিভাগে এই ক্যাম্প থেকে উপকৃত হন। আগামীতে কোন রুগী সমস্যায় পড়লে ক্যাম্পের আয়োজগগন সব দিক থেকে সহযোগীতা করবেন এই আশ্বাস দেওয়া হয়। প্রত্তেকেই আয়োজকদের অনেক ধন্যবাদ জানান। ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার প্রত্যেকের মাঝে ১ দিনের এই ক্যাম্প বিশেষ সাড়া ফেলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct