আপনজন ডেস্ক: আবাসিক, কর্ম সংক্রান্ত এবং সীমান্ত নিরাপত্তা বিষয়ক বিধি ভঙ্গের কারণে এক সপ্তাহে ১০,৬০৬ জনকে গ্রেপ্তার করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। ২০ থেকে ২৬শে এপ্রিল পর্যন্ত এসব মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়েছে ৫,৬২০ জনকে। বেআইনিভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টায় গ্রেপ্তার করা হয়েছে ৩,৮২৫ জনকে এবং শ্রম সংক্রান্ত ইস্যুতে গ্রেপ্তার করা হয়েছে ১,১৬১ জনকে। সরকারি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। ওই রিপোর্টে দেখা যাচ্ছে, বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করেছিলেন যেসব ব্যক্তি তার মধ্যে ১০৮৭ জনের মধ্যে শতকরা ২৫ ভাগ ইয়েমেনের। শতকরা ৭৪ ভাগ ইথিওপিয়ার। অন্য দেশগুলোর অভিবাসীর পরিমাণ শতকরা এক ভাগ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct