মনিরুজ্জামান, কলকাতা, আপনজন: কলকাতার ঐতিহ্যবাহী ইসলামিয়া হাসপাতালকে নবরূপে সুসজ্জিত করার লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোঁয়া অনস্বীকার্য। সেন্ট্রাল এভিনিউ- এর উপর নবনির্মিত নতুন ভবনটিতে চিকিৎসা পরিষেবার আধুনিকীকরণে হাসপাতালের পরিচালন সমিতির সভাপতি তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের ঐকান্তিক প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। হাসপাতালে অতিরিক্ত চিকিৎসা পরিষেবায় বেডের সংযোজন বেড়ে তিনশো হয়েছে বলে জানা যায়। রবিবার ইসলামিয়া হাসপাতালের ৯৬ তম বার্ষিক সাধারণ সভা ও ঈদ মিলন অনুষ্ঠানে কর্মকর্তাদের পাশাপাশি সদস্যরাও উপস্থিত ছিলেন। এদিন নতুন চিকিৎসা পরিষেবার সূচনা করেন রাজ্যের মন্ত্রী, কলকাতা পুরসভার মেয়র তথা এই হাসপাতালের পরিচালন সমিতির সভাপতি ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আমিরুদ্দিন ববি, সদস্য তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, সদস্য মোস্তাক হোসেন, ইসতিয়াক আহমেদ সহ অন্যান্য পদাধিকারীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct