আপনজন ডেস্ক: দীর্ঘ টানাপোড়েনের পর গরুপাচার মামলায় আসানসোল থেকে সটান তিহাড় জেলে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে। এ বার দিল্লির তিহাড় জেলেই ঠাঁই হতে চলেছে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলেরও। জেলে মহিলাদের কুঠুরিতে রাখা হবে সুকন্যাকে। আইনজীবীর মাধ্যমে এ দিন সুকন্যা জেলে কিছু বই নিয়ে জাউয়ার অনুমতি ছেয়েছেন। সেখানে গিয়ে অসুস্থ বান্ধবীর সঙ্গে কথা বলতে চেয়েছেন তিনি। কথা বলতে চেয়েছেন বাবার অনুব্রত মণ্ডলের সঙ্গেও।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct