পরীক্ষার পড়া
জুলফিক্কার মোল্লা
স্যারেরা অ্যায়া বড়ো নোট
দিয়ে পানই খুবই জমা ।
মেধাবী গুলো মনে করে
আ..রে এতো খুবই সোজা ।
বাকি গুলো সব ফুটন্ত
তেলের মত ফুলছে।
মাথার মধ্যে কে যেন
ভাই উঁকি মেরে দুলছে।
সারাবছর বই পড়ি না
মোবাইল নিয়ে থাকি।
পরীক্ষার সময় পারি না
একটু ও যে ভাই ফাঁকি।
কী মহা মুশকিল বলো ?
নতুনের গন্ধ যাইনি বই থেকে
অ্যায়া মোটা সোটা বই
পরীক্ষা দুদিন পর থেকে ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct