এম মেহেদী সানি, কোলকাতা, আপনজন: আর্থিক অনটনের জেরে পড়াশোনার জন্য নেওয়া স্কলারশিপের সমস্ত অর্থ ফেরত দিয়ে নজির গড়লেন ডব্লিউবিসিএস রেভিনিউ অফিসার হাসিবুর রহমান জমাদার ৷ ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিল হাসিবুর, ছোট্ট মুদি দোকানদার আব্দুল করিম জমাদার এবং মনোয়ারা বিবির পুত্র হাসিবুর দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্থি থানার অন্তর্গত চকরায়পুর গ্রামের বাসিন্দা ৷অভাব-অনটন এবং প্রকট আর্থিক অবস্থার মধ্যে থেকেও আব্দুল করিম সাহেব তাঁর দুই পুত্র ও এক কন্যা সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন ৷ এজন্য তাঁকে অবশ্য যথেষ্ট বেগ পেতে হয়েছিল ৷ জানা গিয়েছে বর্তমানে বীরভূম জেলার রামপুরহাট সাব ডিভিশনে ডব্লিউবিসিএস রেভিনিউ অফিসার পদে কর্মরত হাসিবুর রহমান জামাদার ছোটো থেকে স্বপ্ন দেখতেন সফল হওয়ার, সমস্ত আর্থিক প্রতিকূলতা উপেক্ষা করেও লক্ষ্য স্থির রেখেছিলেন ৷
পরবর্তীতে পড়াশোনার ব্যয় বহন করতে না পেরে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী মোস্তাক হোসেন পরিচালিত জিডি স্কলারশিপের জন্য আবেদন করেন হাসিবুর, তাঁর মেধা এবং দারিদ্র্যতাকে লক্ষ্য করে মঞ্জুর হয় জিডি স্কলারশিপ ৷ হাসিবুর জানান ‘আল আমীন মিশনের তত্ত্বাবধানে চাকরির প্রশিক্ষণ নিয়ে ২০২০ সালে ডব্লিউবিসিএস রেভিনিউ অফিসার পদে যোগদান করি ৷’কঠিন সময় পার করেছেন হাসিবুর, আর্থিক প্রতিকূলতা কতোটা সমস্যা তা উপলব্ধি করেছেন তিনি, তাই উচ্চশিক্ষায় যাতে দরিদ্র অসহায় দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীরা সমস্যায় না পড়েন সেজন্য সাধ্যমতো তাঁদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন রেভিনিউ অফিসার হাসিবুর ৷ পাশাপাশি সাম্প্রতিক সময়ে জিডি স্কলারশিপের সমস্ত অর্থ চেক এর মাধ্যমে ফিরিয়ে দেন জিডি মনিটরিং কমিটির চেয়ারম্যান ও প্রাক্তন পিএসসি এর চেয়ারম্যান এবং জিডি প্রাক্তনীদের দ্বারা প্রতিষ্ঠিত ‘স্কলারশিপ যাকাত এন্ড ডোনেশন ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান প্রাক্তন আইএএস শেখ নুরুল হক সাহেবের হাতে৷ জানা গিয়েছে জিডি স্কলারশিপ প্রাপকদের মধ্যে তিনিই প্রথম মেধাবৃত্তি’র সমস্ত অর্থ ফেরত দিয়েছেন ৷সংশ্লিষ্ট বিষয়ে আপনজন প্রতিনিধিকে হাসিবুর বলেন ‘জিডি স্কলারশিপ পাওয়ার সময় অঙ্গীকার করতে হয়েছিল ‘জি.ডি. মেধাবৃত্তি’র সাহায্যে আল্লাহপাক আমাকে লেখাপড়ায় এবং পরবর্তী কর্মজীবনে সাফল্য দান করলে আমি আমার সামাজিক দায়বদ্ধতা মেটানোর জন্য আন্তরিকভাবে সচেষ্ট থাকব ৷’ আজ আমি সফল, সেই অঙ্গীকার মতো আজ আমি জিডি স্কলারশিপের সমস্ত অর্থ জিডি কর্তৃপক্ষকে পরিশোধ করেছি, পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যুক্ত থেকে দরিদ্র অসহায় মানুষের সেবা করার চেষ্টা করছি৷ পিতার কাছ থেকে শিখেছিলাম সমাজের অভাবগ্রস্থ পিছিয়ে পড়া মানুষের প্রতি আমাদের কতটা দায়বদ্ধতা রয়েছে, সেই মতোই ইনশাআল্লাহ কাজ করে যাবো ৷’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct