রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: এবার দুয়ারে জল বাড়ি বাড়ি জল পাবে জঙ্গিপুর পুরবাসী। জঙ্গিপুর পৌরসভার এলাকায় প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে জল স্বপ্ন প্রকল্পের উদ্বোধন করলেন পৌরও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রবীন্দ্র ভবন হলে জল স্বপ্ন প্রকল্পের উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন ফিরহাদ হাকিমের সভায় ভাষণ দিতে উঠে বিস্ফোরক জাকির হোসেন। জঙ্গিপুর পৌরসভার অনুষ্ঠানে এসে দলের নেতাদের চুরি করার কথা কার্যত স্বীকার করে নিলেন জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক জাকির হোসেন। দলের নেতাকর্মীদের একাংশকেই কাঠগড়ায় তুললেন জাকির হোসেন । জাকির হোসেনের দাবি,
আমরা চুরি করছি আর দিদির বদনাম হচ্ছে, মেম্বার- প্রধান ও যে নেতারা চুরি করেছে তাদেরকে জেলে ভরে দলকে চাঙ্গা করতে হবে। আজকে আমাদের প্রধানরা চুরি করছে তার দায় আমাদের দলের দিদিকে নিতে হচ্ছে এই ভাবনা আমাদের ভাঙাতে হবে। দুর্নীতিগ্রস্থদের বিরুদ্ধে দলের জেলা সভাপতিকে ব্যবস্থা নিতে হবে বলেও দাবি করেন জাকির হোসেন। সভায় জাকির হোসেন বলেন, কোন কাউন্সিলর খারাপ কাজ করলে আপনারা আমাকে কমল্পেন করবেন, আমি ফিরহাদ হাকিম দাদার কাছে কমল্পেন করব, জেলা সভাপতির কাছে কমল্পেন করব। আমি দাদাকে বলব যে বিধানসভাতে যে সব অফিসার , প্রধানদের বিরুদ্ধে কমপ্লেন হয়ে আছে সেই সব অফিসার এবং প্রধানরা ধরা পড়ুক। নাহলে আমাদের দল স্বচ্ছতা আসবে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct