জাহেদ মিস্ত্রী, বাসন্তী, আপনজন: সামনেই পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনের আগে ফের অস্ত্র কারখানার হদিস মিলল বাসন্তীতে। দক্ষিন ২৪ পরগনার বাসন্তীর কলাহাজরা গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে বাসন্তী থানার পুলিশ। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম মোতালেব পুরকাইত ও জয়নাল মোল্লা। অস্ত্র কেনার খরিদ্দার সেজে অস্ত্র কারখানার হদিস পেল বারুইপুর পুলিশ জেলা। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার মিস পুষ্পা জানান বেশ কিছুদিন ধরে খবর পাচ্ছিলাম বাসন্তী থানার রামচন্দ্রপুর এলাকায় চলছিল এই অস্ত্র কারবার। একদম নীচু মাটি লাগোয়া খড়ের ছাউনির ঘরের মধ্যে চলছিল এই কারবার। ঘরের মধ্যে মহিলারা জরির কাজ করতেন। তার আড়ালেই চলত এই কারবার। পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বাসন্তী থানা যৌথভাবে তল্লাশি চালিয়ে বাড়ি থেকে ৭টি ইম্প্রোভাইজ লং ফায়ার আর্মস এবং আগ্নেয়াস্ত্র তৈরির প্রচুর পরিমাণে সরঞ্জাম উদ্ধার করে । ঘটনায় গ্রেফতার মোতালেফ ওরফে হাঁসা পুরকাইত ও জয়নাল মোল্লা নামে দুজনকে আজ আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct