আপনজন ডেস্ক: কাতারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে ও ব্যাংকার শেখ জসিম বিন হামাদ আল থানি ম্যানচেস্টার ইউনাইটেডের পুরো মালিকানা পেতে তৃতীয়বারের মতো দরপ্রস্তাব করেছেন। ব্রিটিশ বিলিয়নিয়ার জিম র্যাটক্লিফও তৃতীয়বারের মতো দরপ্রস্তাব করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কেনার জন্য। ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি কেনার দৌড়ে এ দুজনের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এটাই দুজনের চূড়ান্ত দরপ্রস্তাব। তৃতীয়বারের মতো এই দরপ্রস্তাব হাঁকার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল গতকাল পর্যন্ত। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ইউনাইটেড কেনার জন্য তৃতীয় দফায় ৫০০ কোটি পাউন্ডের কিছু বেশি দর হেঁকেছেন শেখ জসিম। র্যাটক্লিফ কত দাম হেঁকেছেন, তা জানা যায়নি। সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, শেখ জসিম ম্যানচেস্টার ইউনাইটেডের শতভাগ মালিকানা পেতে চান এবং দলবদলের বাজারে টাকা ঢালার পাশাপাশি ক্লাবের অবকাঠামো পাল্টানোর প্রতিশ্রুতিও দিয়েছেন। অনুশীলনকেন্দ্র ঠিক করার পাশাপাশি ওল্ড ট্র্যাফোর্ড সংস্কার কিংবা নতুন একটি স্টেডিয়াম বানানোর পরিকল্পনা রয়েছে শেখ জসিমের দরপ্রস্তাবে। এ ছাড়াও ইউনাইটেডের ৬২ কোটি ডলার দেনা মোচনের প্রতিশ্রুতিও দিয়েছেন শেখ জসিম। কেমিক্যাল ব্যবসায়ী র্যাটক্লিফ শৈশব থেকেই ইউনাইটেডের ভক্ত। গত বছর চেলসি কেনার চেষ্টার করেও পারেননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct