আপনজন ডেস্ক: আফগানিস্তানে দক্ষিণ কান্দাহার প্রদেশে বেপরোয়া ড্রাইভিং করার কারণে যাত্রীবাহী বাস উল্টে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। দেশটিতে এর দুইদিন আগেও একটি সড়ক দুর্ঘটনা ঘটে।বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ছয় জন নিহত হয়েছেন। এবং ১৮ জন আহত হয়েছে। প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র হাজ্জি জাইদা এ কথা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সকালে কান্দাহার-কাবুল মহাসড়কে বেপরোয়া ড্রাইভিং করার কারণে কাবুলগামী একটি বাস উল্টে গিয়ে দমন জেলায় দুর্ঘটনাটি ঘটে।গত দুই দিনে আফগানিস্তানে এটি দ্বিতীয় সড়ক দুর্ঘটনা। আগেরদিন বুধবার, উত্তর বলখ প্রদেশে একটি সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত এবং নয়জন আহত হয়।যানজটপূর্ণ রাস্তায় বেপরোয়া ড্রাইভিং এবং ভ্রমণের সময় নিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণে প্রায়ই পার্বত্য আফগানিস্তানে মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ঈদুল ফিতরের দিন থেকে ৩০ জনের বেশি মানুষ নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct