আপনজন ডেস্ক: সুদানে দীর্ঘদিন ধরে চলছে ক্ষমতা ভাগাভাগির লড়াই। দেশটিতে সামরিক বাহিনীর সঙ্গে আধা-সামরিক বাহিনীর সংঘর্ষ ক্রমেই বেড়ে চলছে। এমনকি যুদ্ধ বিরতির মধ্যেও থেমে নেই লড়াই। সুদানের প্রায় দু’সপ্তাহ ধরে যে সংঘাত চলছে, তা থামাতে বিবদমান দু’পক্ষে বার বার যুদ্ধ বিরতির ঘোষণা দিয়ে শান্তি সংলাপে বসার আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু সেসব আহ্বানে তেমন কাজ হচ্ছে না; বরং দেখা গেছে— দুই পক্ষ যুদ্ধবিরতি ঘোষণার পরও দেশের বিভিন্ন জায়গায় সংঘাত অব্যাহত আছে। এমনকি যুদ্ধ বিরতির পরও তুরস্কের উদ্ধারকারী বিমানকে গুলি করে সুদানের সামরিক বাহিনীর সদস্যরা। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৫ এপ্রিল সামরিক বাহিনী-আরএসএফ সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সুদানে নিহত হয়েছেন অন্তত ৫১২ জন এবং আহত হয়েছেন আরও ৪ হাজার ১৯৩ জন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা মন্ত্রণালয়ের হিসেবের চাইতে অনেক বেশি বলেই ধারণা করা হচ্ছে। আরএসএফের শীর্ষ কমান্ডার জেনারেল মোহামেদ হামদান দাগালো, যিনি জেনারেল হেমেদি নামেই বেশি পরিচিত— চলমান এই পরিস্থিতির জন্য দেশটির সামরিক বাহিনী এবং সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহানকে দায়ী করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct