বিশেষ প্রতিবেদক, কেশপুর, আপনজন: সাংসদ দীপক অধিকারীর জেঠতুতু ভাই বিক্রম অধিকারীর বিরুদ্ধে গর্জে উঠলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহা। তিনি বলেন বিক্রম অধিকারী কিছুদিন আগেও সংবাদ শিরোনামে এসেছিলেন। বিক্রম অধিকারী তৃণমূল দলকে কালিমা লিপ্ত করার জন্য এই সব বলছে। তিনি আরো বলেন, বিক্রম অধিকারী আমার কাছে অনেকবার এসেছে এবং বিভিন্ন ভাবে সাহায্যও করেছি। বিক্রম অধিকারীর কাছে যদি কাট মানি নেওয়া হয়ে থাকে, তাহলে কেন এফআইআর করছে না? বিক্রম অধিকারী এফআইআর করুক, দোষী প্রমাণিত হলে অবশ্যই সাজা পাবে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে বিষয়টা নিয়ে যথাযথ তদন্ত করব। প্রসঙ্গত উল্লেখ্য, সাংসদ দীপক অধিকারী ভাই বিক্রম অধিকারী অভিযোগ করেছেন ২০১৬সালে তার নামে আবাস যোজনার বাড়ি এলেও টাকা তুলে তৃণমূল নেতাদেরকে দিয়ে দিতে হয়। তারপর থেকে কেশপুরের বিধায়ক শিউলি সাহার কাছে অনেকবার আবেদন করেও কোনো ঘর পাননি। তিনি স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে বলেন, আমি তৃণমূল করলেও তৃণমূলের স্থানীয় নেতৃত্বরা আমাকে পাত্তা দিচ্ছে না।। বিভিন্ন সালিশি সভা করে সাধারণ মানুষ থেকে টাকা নিচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। তৃনমূল নেতারা আমার কাঁধে বন্ধুক রেখে শিকার করছেন। গোষ্ঠী কোন্দলের ফল একই অঞ্চলের দুই সভাপতির নাম ঘোষণা করা হচ্ছে।আগামী মাসের প্রথম সপ্তাহে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জলঙ্গির মাটিতে আসছেন আর তার আগে দলের গোষ্ঠী কোন্দলে অস্বস্তিতে শাসক দল তৃণমূল ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct