আপনজন ডেস্ক: টানা তিন ম্যাচ গোল পাননি। এ সময়ে তাঁর দল সৌদি প্রো লিগের শিরোপা–লড়াইয়ে পিছিয়েছে, বিদায় নিয়েছে কিংস কাপ থেকেও। মাঠের মধ্যে ‘রেসলিং’, প্রতিপক্ষ খেলোয়াড়কে ‘পাত্তা না দেওয়া’, জর্জিনার সঙ্গে সম্পর্কের অবনতি আর ক্লাব প্রেসিডেন্টের একটি ভুয়া মন্তব্য ঘিরে নানামুখী নেতিবাচক সমালোচনার মধ্যে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।সব থামিয়ে দিতে দরকার ছিল গোলের। কাল রাতে সেটিই করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রো লিগের ম্যাচে আল রাদের বিপক্ষে গোল করেছেন ৩৮ বছর বয়সী পর্তুগিজ তারকা। ম্যাচের চতুর্থ মিনিটে রোনালদো গোল এনে দেওয়ার পর দলও খেলেছে ছন্দময় ফুটবল। শেষ পর্যন্ত আল নাসর ম্যাচটি জিতেছে ৪-০ ব্যবধানে।নিজের গোল, দলের জয়—টালমাটাল এক সপ্তাহ শেষে যেন স্বস্তির সুবাতাসই এনেছে রোনালদোর মনে। এ দিনের ম্যাচে তাই রোনালদোকেও দেখা গেল ভিন্ন মেজাজে।এর আগে ম্যাচ হেরে ক্ষুব্ধ হয়ে কারও সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছেড়ে গিয়ে সমালোচিত হয়েছেন। আল হিলালের কাছে হারের ‘রেসলিং’য়ের ঘটনাও ঘটিয়েছেন।আর আল ওয়েহদা ম্যাচ শেষে ডেভিড বিগুয়েল নামের এক খেলোয়াড় জার্সি বদল করতে চাইলেও তাঁকে পাত্তা না দিয়ে আলোচিত হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct