মনিরুজ্জামান, মালদা, আপনজন: পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ আয়োজিত দুই দিনব্যাপী মাদ্রাসার প্রধানদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে মালদা জেলার মালদা গভঃ মডেল ইংলিশ মিডিয়াম হাই মাদ্রাসায়। ২৮ এপ্রিল শুক্রবার প্রথম দিনের এই কর্মশালায় জেলার ৮২ টি হাই মাদ্রাসার প্রধানরা উপস্থিত ছিলেন। শুক্রবার অনুষ্ঠিত প্রথম দিনের কর্মশালায় উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ডঃ আবু তাহের কামরুদ্দীন বোর্ডের অন্যতম সিনিয়র সদস্য তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ ও অন্যান্যরা। উপসচিব ডঃ আজিজার রহমান, ডি আই ডঃ সুজিত কুমার সামন্ত, ডোমা মনিরুদ্দিন ফারুকী, এস আই তৌফিক আলম, বোর্ডের সদস্য তথা প্রধান শিক্ষক সাকিলুর রহমান, সদস্য জাকির হোসেন, শিক্ষক তথা ডিএলআইটি সদস্য আব্দুল লাহিল মামুন, প্রধান শিক্ষক আতাউর রহমান, আফরুজ্জামান সহ বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct