বিশেষ প্রতিবেদক, মালদহ, আপনজন: পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে রাজনৈতিক দলগুলোর তৎপরতা তুঙ্গে উঠেছে। বাংলার শাসক দলের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুরোপুরি প্রস্তুত হয়ে ময়দানে নেমে গেছে। পিছিয়ে নেই দল অনুমোদিত শাখা সংগঠনগুলো। রাজ্যের বিভিন্ন জেলায় শিক্ষা বিষয়ক কর্মশালা ও সাংগঠনিক সভা করা করে চলেছে মাদ্রাসা শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার মালদা জেলা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে মালদা মডেল মাদ্রাসা (উঃ মাঃ) কে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ দৃঢ়তার সঙ্গে বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস দল বিপুল ভোটে জয়ী হয়ে বাংলার মানুষের সেবা দিয়ে যাবে। তাঁর বক্তব্যে উঠে আসে বিগত বাম আমলের সঙ্গে বর্তমান সরকারের আমলে শিক্ষা সহ অন্যান্য ক্ষেত্রে সুযোগ সুবিধার কথা। রাজ্যের মাদ্রাসা গুলোর মানন্নোয়নে রাজ্য সরকারের সদর্থক চিন্তাভাবনা প্রশংসিত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। দলীয় নির্দেশ মতো যেকোন প্রাকৃতিক বিপর্যয় কিংবা সরকারি প্রকল্প বাস্তবায়নে মানুষের দুয়ারে পৌঁছে যায় পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের কর্মীরা। তাই কোন ভেদাভেদ না করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে তৃণমূল কংগ্রেসের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান ফারহাদ। তিনি আরও বলেন, দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, দলনেত্রীর অন্যতম আস্থাভাজন মন্ত্রী ফিরহাদ হাকিমদের নির্দেশ প্রতি প্রতিটি কর্মসূচি রুপায়িত করে চলেছে এই সংগঠন। আর সংগঠনের প্রতিটি কর্মসূচি রূপায়িত করার পিছনে শিক্ষক শিক্ষিকাদের অবদান কে কুর্ণিশ জানায় রাজ্য সভাপতি। বর্তমান সরকারের আমলে বিদ্যালয় ছুট (ড্রপ আউট) এর সংখ্যা কমেছে, পক্ষান্তরে ছাত্রছাত্রীদের সুবিধার্থে একগুচ্ছ স্কলারশিপ ও মিড ডে মিলে অতিরিক্ত পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে যা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সম্ভব হয়েছে। উক্ত সাংগঠনিক কর্মশালায় উপস্থিত ছিলেন, আশিস কুন্ডু মুখাপাত্র জেলা তৃণমূল কংগ্রেস, মালদা জেলার দায়িত্বপ্রাপ্ত সংগঠক, মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সদস্য তথা প্রধান শিক্ষক সাকিলুর রহমান, ডিএলআইটির সদস্য আব্দুল লাহিল মামুন, প্রধান শিক্ষক মোজাফফর হোসেন, মাদ্রাসা শিক্ষা পর্ষদের অপর সদস্য জাকির হোসেন, আনএডেড মাদ্রাসার মোহাঃ ফারমান আলি, রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের নিতাই চন্দ্র প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct