আপনজন ডেস্ক: দুই বছর আগে বার্সেলোনা ছেড়েছিলেন লিওনেল মেসি। ‘ছেড়েছিলেন’ না বলে বলা উচিত ‘ছাড়তে বাধ্য হয়েছিলেন’। বার্সেলোনার অর্থনৈতিক দুর্গতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে মেসিকে ছেড়ে দিতে হয়েছিল তাদের। কারণ, মেসিকে বেতন দেওয়াটাই কাতালুনিয়ান ক্লাবটির জন্য বড় বিলাসিতা ছিল। বাধ্য হয়েই চোখের জলে নিজের ‘আঁতুড়ঘর’ ছেড়েছিলেন মেসি। কাঁদতে কাঁদতে বলেছিলেন, তিনি আবার বার্সেলোনায় ফিরবেন কোনো এক সময়। সেই ‘কোনো এক সময়’ উপস্থিত হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে দুই বছর বাদেই। পিএসজি ছেড়ে মেসি বার্সেলোনায় ফিরবেন কি না, তা নিয়ে এখন জোর আলোচনা ফুটবল দুনিয়ায়। পিএসজির সঙ্গে এখনো নতুন চুক্তি হয়নি মেসিরছবি: এএফপি ২০২১ সালে পিএসজিতে দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন মেসি। সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে জুনে। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে ইতিহাসের পাতায় নিজের জায়গা করে নিয়েছেন মেসি। কিন্তু পিএসজির হয়ে তিনি এখন পর্যন্ত সফল নন। টানা দুইবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে পিএসজি। এ দুই বছর জিততে পারেনি ফ্রেঞ্চ কাপও। মেসি আর্জেন্টিনার হয়ে ডিসেম্বরে বিশ্বকাপ জেতার পর পিএসজির নতুন চুক্তির সম্ভাবনা জেগেছিল। কিন্তু ইউরোপীয় সংবাদমাধ্যম বলছে সেটি নানা কারণে আটকে আছে। মেসি পিএসজিকে নতুন চুক্তির জন্য যে শর্ত দিয়েছেন, সেটি নাকি মানা সম্ভব নয় ফরাসি ক্লাবটির। এমন অবস্থায় মেসির পিএসজি অধ্যায় শেষ হওয়ার উপক্রম। এ সুযোগে বার্সেলোনা তাঁকে আবার ফেরাতে চায়। সে লক্ষ্যে সম্ভাব্য উপায়ও খতিয়েও দেখছে তারা। কিন্তু সেটি কি এতটাই সহজ? মেসির বার্সেলোনায় ফেরাটা মোটেও সহজ কিছু নয়। এটা স্বীকার করেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। কিছুদিন আগে অবশ্য তিনি উচ্ছ্বসিত ছিলেন মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনায়। এখন তাঁর মনে হচ্ছে, কাজটা মোটেও সহজ নয় বার্সেলোনার জন্য। মেসিকে ফেরাতে বার্সেলোনাকে অনেক কিছুই করতে হবে। লা লিগার বেতনসীমার যে বাধ্যবাধকতা আছে, সেটি পূরণ করতে হবে। উয়েফার আর্থিক সংগতি নীতির মধ্যে হতে হবে মেসির বেতনকাঠামো। মেসিকে ফেরাতে মরিয়া বার্সেলোনা তেবাস সেটিই বলছেন। আরএমসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তেবাস মেসির ব্যাপারে খুব একটা আশাবাদী হতে পারেননি, ‘মেসির বার্সেলোনায় ফেরার ব্যাপারে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন, তাহলে আমি বলব, ব্যাপারটা বেশ কঠিন। প্রক্রিয়াটা বেশ জটিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct