আপনজন: নিয়োগ দুর্নীতির কোনও মামলার আর শুনানি করতে পারবেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। অবিলম্বে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপটি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে এব্যাপারে তৎপরতার নির্দেশ সর্বোচ্চ আদালতের। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসের নিয়োগ দুর্নীতির সব মামলা অন্য বিচারপতিকে দেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের। নিয়োগ মামলা নিয়ে বেসরকারি টিভি চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সাক্ষাৎকারের বিষয়টি বিচার করেই শুক্রবার ঐতিহাসিক নির্দেশ সুপ্রিম কোর্টের। পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে নিতে হবে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকেই এই মর্মে নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। অর্থাৎ, রাজ্যের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও মামলা শুনানি পারবেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর বদলে অন্য কোনও বিচারপতিকে সেই মামলাগুলি বিচার করতে দেওয়া হবে। এরপর নিয়োগ দুর্নীতির মামলাগুলি কোন বিচারপতি শুনবেন তা এখনও স্পষ্ট নয়। সুপ্রিম কোর্টের নির্দেশনামা হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ করবেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। অন্যদিকে, জানা গিয়েছে যে মামলা যে পর্যায়ে রয়েছে তারপর থেকেই শুনানি শুরু হবে। যে মামলায় স্থগিতাদেশ নেই, সেই মামলায় প্রয়োজনীয় পদক্ষেপ করতেই পারবে ইডি বা সিবিআই। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, ‘মহামান্য আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি। এদিকে সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশ প্রসঙ্গে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সংবাদমাধ্যমে বলেন, ‘বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মামলা তো সরা উচিত নয়। অর্ডার না দেখা পর্যন্ত আমার এটাই মনে হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct