আসাদ আলী, হাওড়া, আপনজন: বুধবার বৈকাল ৫ টা হইতে রাত্রি ৯ টা পর্যন্ত হাওড়া জেলার বাঁকড়া বটতলায় ‘মানবিক সুচেতনা সমিতির ‘সুচেতনা’ পত্রিকা প্রকাশ, ঈদ মিলন ও সিমুই উৎসব হয়ে গেল। বিশিষ্টদের বরণ ও কোরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। বক্তব্য রাখেন সভাপতি শেখ মোঃ হাসান ফেরদৌস, সহ সম্পাদক আজিজুল হক লস্কর, বিশিষ্ট শিক্ষাবিদ আল-আমিন মিশনের সম্পাদক এম নুরুল ইসলাম, দৈনিক ‘পূবের কলম’ পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান প্রমুখ। কবিতা পাঠ করেন বিশিষ্ট কবি আসাদ আলী, জাহাঙ্গীর মিদ্দে, আনোয়ার হোসেন, প্রমূখ। অনুষ্ঠানে কৃতি ছাত্র-ছাত্রীদের ও নতুন চিকিৎসকদের এবং কবি ও শিক্ষক সমাজের বিশিষ্ট গুণী মানুষদের সম্মাননা জানানো হয়। উপস্থিত ছিলেন বিমুন্সী হাফিজুর রহমান, সাংবাদিক নাসির হোসেন, আজিজুল লস্কর, শেখ মোহাম্মদ হাসান ফেরদৌস, ওহিদুল হক, সেখ মাহমুদুল হাসান, এস এম শামসুদ্দীন, রবিউল হাসান লস্কর, শাহনওয়াজ লস্কর, শেখ নাসির হোসেন, শেখ সেলিম উল্লাহ, নওশাদ হোসেন সরদার, এস এম শামসুদ্দিন, ওহিদুল হক, ডাক্তার মিনু পাল, নূর আলী গাজী প্রমুখ। স্বাধীনতা সংগ্রামী মরহুম সেখআফাজুদ্দিনকে মরোনোত্তর স্বাধীনতা সংগ্রামী পুরস্কার দেওয়া হয়, দৈনিক পূবের কলম পত্রিকা সম্পাদক আহমাদ হাসান ইমরান সাহেবের হাত দিয়ে, গ্ৰহণ করেন তাঁর নাতি সেখ কাইফ। সঞ্চালনায় ছিলেন সেখ জাইদুল ও আজিজুল হক লস্কর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct