আপনজন ডেস্ক: ছোট বেলায় দাঁত পড়ে নতুন দাঁত ওঠে। বড় হয়ে আক্কেল দাঁত, এরপর বয়স বাড়লে আবার সেই দাঁতগুলো পড়েও যায়। এই দীর্ঘ সময়ে দাঁতের ব্যথা বা যন্ত্রণা হয় না, এমন লোক একজনও খুঁজে পাওয়া কঠিন। বিশ্বে আজও অজস্র মানুষ এই দাঁতের ব্যথার সমস্যায় ভুগচ্ছেন। দাঁতে ব্যথা হলে ব্যথা কমানোর চেষ্টা করতে পারেন। ঘরোয়া উপায়ে লবঙ্গ দিয়ে দাঁতের ব্যথা কমানো যায়। একটি লবঙ্গ ব্যথা দাঁতের ওপর রেখে দিন, চিবোনোর দরকার নেই। ফেলেও দেবেন না। ব্যথা না কমা পর্যন্ত এটি মুখে রাখুন। তাছাড়া হাতে কয়েক ফোঁটা লবঙ্গের তেল নিয়ে দাঁতে ম্যাসাজ করুন। এটিও দাঁতের ব্যথা কমিয়ে দেবে। দাঁত ব্যথা কমানোর ঘরোয়া উপায়গুলোর মধ্যে লবণ অন্যতম এবং এটি মুখের ভেতরে যেকোনো ইনফেকশন সারাতেও খুব কার্যকরী। একগ্লাস কুসুম গরম জলে লবণ মিশিয়ে নিন তারপর সেই জল দিয়ে কুলি করুন। দিনে অন্তত ৩/৪ বার এইভাবে করুন। এছাড়া পেঁয়াজ ব্যবহার করতে পারেন। এতে আছে অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রবিয়াল উপাদান যা দাঁতের ব্যথা, জীবাণু সব কিছু সেরে তুলতে সাহায্য করে। পেঁয়াজ চিবিয়ে খেতে ভালো না লাগে তাহলে সামান্য পেঁয়াজের কোয়া নিয়ে আক্রান্ত দাঁতে দিয়ে রাখুন। দিনে ২/৩ বার এইভাবে করুন দাঁত ব্যথা কমে যাবে। বহুগুণে ভরপুর রসুন এর স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি। আর দাঁত ব্যথা কমাতে রসুনের জুড়ি নেই। চিবিয়ে খেতে ভালো না লাগলে রসুনের কোয়া ব্যথায় আক্রান্ত দাঁতে চেপে ধরে রাখুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct