আপনজন ডেস্ক: মেয়ের বিয়েতে কনের ওজনের সমপরিমাণ কয়েন (টাকা) দিয়েছেন এক বাবা। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুরে। কনের পরিবারের দাবি, জন্মের পরে মানত করা ছিল যে ওজন করে টাকা দিয়ে মেয়েকে বিয়ে দেবে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর মাঠপাড়া গ্রামের রতন আলীর মেয়ের বিয়ে হয় একই গ্রামের মাইনুল ইসলামের ছেলের সঙ্গে। বিয়ের আনুষ্ঠান শেষে মেয়েকে দাড়িপাল্লায় ওজন করে সমপরিমাণ কয়েন (টাকা) ছেলে পক্ষকে উপহার দেয় মেয়ে পক্ষ। জানা যায়, রতন আলীর মেয়ে মাছুরা খাতুনের সঙ্গে একই গ্রামের মাইনুল ইসলামের ছেলে বিপ্লবের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে তারা নিজেরা বিয়ে করেন। পরে উভয় পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। কনের বাবা রতন আলী বলেন, মেয়ের জন্মের সময় মানত করা হয়েছিল। মেয়ে বেঁচে থাকলে তার বিয়েতে তার ওজনের সমপরিমাণ টাকা উপঢৌকন দেব। তাই মেয়েকে দাঁড়িপাল্লায় মেপে কয়েন দেওয়া হয়েছে। এটি যৌতুকের টাকা নয়। একই এলাকার বাসিন্দা রাকিবুল ইসলাম জানান, এভাবে প্রকাশ্যে ওজন করে টাকা দেওয়া ঠিক হয়নি। এটি যৌতুক না ‘মানত', তা নিয়ে মানুষের মধ্যে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। আর এ নিয়ে গ্রামে নানান কথা চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct