নিজস্ব প্রতিনিধি, নামখানা, আপনজন: রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কনস্টেবল এর মৃতদেহ উদ্ধার থানার পেছনের পুকুর থেকে। পুলিশ মহলে শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের নামখানা থানায়। সুন্দরবন পুলিশ জেলার অন্তর্গত নামখানা থানার কনস্টেবল কৃষ্ণপদ সরদার বয়স আনুমানিক ৫৫ বছর। পুলিশ সূত্রে জানা যায় আজ সকাল আনুমানিক আটটা নাগাদ নামখানা থানার পেছনে থাকা পুকুরে নামখানা থানার কনস্টেবল ৫৫ বছর বয়সী কৃষ্ণপদ সরদারের দেহ দেখতে পাওয়া যায়। তড়িঘড়ি পুকুর থেকে কনস্টেবল কৃষ্ণপদ বাবুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দ্বারিকনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে ডিউটি রত চিকিৎসকেরা কনস্টেবল কৃষ্ণপদ সরদারকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা যায় কনস্টেবল কৃষ্ণপদ সরদার রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন। থানার এক সহকর্মী তথা কনস্টেবল কৃষ্ণপদ সরদারের অকাল প্রয়াণে শোকাহত সুন্দরবন পুলিশ যেলার সমগ্র পুলিশ মহল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct