অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: জেলা জুড়ে তৈরি হয়েছে তীব্র রক্ত সংকট, সেই জায়গা থেকে রক্ত সংকট দূর করতে উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। জেলার সরকারি ব্লাড সেন্টারে রক্ত সংকট মেটাতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বালুছায়া সভাকক্ষে আয়োজিত এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণ, ডেপুটি ম্যাজিস্ট্রেট শৌভিক চন্দ্র সহ অন্যান্য প্রশনিক আধিকারিকেরা। এ দিনের এই রক্তদান শিবিরে রক্ত দিলেন স্বয়ং জেলাশাসক। এ বিষয়ে জেলাশাসক বিজিন কৃষ্ণ জানান, ‘রক্তের চাহিদা মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আমরা জেলা জুড়ে এই রকম ক্যাম্পের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি। আমরা চাইছি জেলা প্রশাসনিক দফতরে বছরে দুইবার স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করতে। পাশাপাশি পরবর্তীতে বিভিন্ন সময় জেলার অন্যান্য ব্লক, পুরসভা গুলোতে এরকম শিবিরের আয়োজন করা হবে। সারা বছরের জন্য একটি ক্যালেন্ডার তৈরি করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজ আমরা কালেক্টারিতে রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। সব মিলিয়ে আজকে প্রায় ৭৫ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। ’পাশাপাশি জেলাশাসক আরো জানান, ‘রক্তদান করে খুব ভালো লাগলো। এর আগেও রক্তদান করেছি। যাদের শরীর সুস্থ রয়েছে, তাদের সকলকে অনুরোধ করছি, রক্তের সংকট মেটাতে রক্ত দান করবার জন্য। ’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct