নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: হাওড়ার আমতা ও বাগনানে বাজ পড়ে মৃত তিন। আহত হয়েছেন আরও তিন জন। বৃহস্পতিবার বিকেলে ওই ঘটনা ঘটে। আহতরা আমতা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। মৃতেরা হলেন আমতা শেরপুরের বাসিন্দা মহানন্দ ঘুকু (৫৩), মিল্কিচক ধুনরি পাড়ার বাসিন্দা মহ: ইসমাইল (৩৭) এবং বাগনানের বাকসি দেউলগ্রাম ছিলাম পাড়ার বাসিন্দা জুলফিকার হোসেন (২২)। জানা গেছে এদিন বিকেলে জমিতে ধান কাটছিলেন মহানন্দ ঘুকু। সেই সময় জমিতে বাজ পড়লে তিনি মারাত্মক জখম হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পাশাপাশি ইসমাইল বন্ধুদের সঙ্গে বাড়ির কাছেই জমিতে বসেছিলেন। সেই সময় জমিতে বাজ পড়লে ইসমাইল সহ তিনজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ইসমাইলকে মৃত বলে ঘোষণা করেন। বাগনানের ছিলাম পাড়ার বাসিন্দা জুলফিকার হোসেন জমিতে ধান কাটার সময় বাজ পড়লে তিনি জখম হন। তাকে গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct